নিজস্ব প্রতিবেদক :: মেডিকেল ট্যুরিজমের প্রতিষ্ঠান মেডিএইডার নিজস্ব সেবার প্রচারে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ডের উদ্বোধন করেছে।শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে হেলথ কার্ডটি উন্মোচন করা হয়।
এ সময় জানানো হয়, এই ইন্টারন্যাশনাল হেলথ কার্ডের মাধ্যমে যে কেউ ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, জার্মানী এবং তুরস্কের ১১ হাজার ২৫০ টি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবেন। দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস, যাতায়াত, আবাসন, চিকিৎসা ও ওষুধ পেতে মেডিএইডার টিম সহযোগিতা প্রদান করবে। ভারতের ভিবি হেলথের উদ্যোগ কিউরমার্টের সঙ্গে বাংলাদেশের মেডিএইডার যৌথভাবে এই সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। তিনি বলেন, যাদের পরিবারে বা বন্ধুমহলে কেউ ডাক্তার আছে তারা সহজেই দেশে বা বিদেশে ভালো চিকিৎসা সেবা পেয়ে থাকেন। কিন্তু যাদের কোনো পরিচিত ডাক্তার নেই, তাদের সাথে মেডিএইড ডাক্তার বন্ধু হয়ে সঠিক চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে বলে আমি আশা রাখি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিএইডার চেয়ারম্যান শায়ের হাসান, প্রধান নির্বাহী শাব্বির আহমেদ ও লেখক রাজিব আহমেদ।
বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫