Follow us

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব ক্যামেরা

 

নিজস্ব প্রতিবেদক :: ইলেকট্রনিক্স ব্র্যান্ড শাওমি কয়েকটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই নতুন প্রোডাক্টগুলির মধ্যে একটি হল এমআই স্মার্ট স্পিকার। শাওমি এই স্পিকারটির বিশেষভাবে ডিজাইন করেছে এবং এটির সর্বোচ্চ মানের পারফরম্যান্স নিশ্চিত করেছে। এটি মি স্মার্ট স্পিকার হল শাওমির প্রথম স্পিকার, যাকে ভারতে লঞ্চ করা হল। গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এই স্পিকারে ১২ ওয়াট ড্রাইভার দেওয়া হয়েছে। আসুন এমআই স্মার্ট স্পিকার এর স্পেসিফিকেশন, দাম ও লভ্যতা সম্পর্কে জেনে নিই।

এমআই স্মার্ট স্পিকারটিতে একটি ‘প্রিমিয়াম’ মেটাল মেশ (ধাতব জাল) ডিজাইন রয়েছে, যা ০.৭ মিলিমিটার পাতলা, এবং এটিতে ১০৫১৫টি হোল বা ছিদ্র রয়েছে যাতে শব্দ বাধাগ্রস্ত না হয়। এছাড়া, এই স্পিকারে অরোরা লাইটযুক্ত একটি বৃত্তাকার নোটিফিকেশন রিম রয়েছে, ইউজার কোনো ভয়েস কমান্ড দিলে বিভিন্ন রঙ সহযোগে এটি প্রতিক্রিয়া জানায়। শুধু তাই নয়, এটি গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার সমর্থন করে যার ফলে, ইউজাররা এটিকে গুগল নেস্ট এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সিঙ্ক করতে পারে। শুধু তাই নয়, এই স্পিকার গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হিন্দি ভাষায় ভয়েস কমান্ডও বুঝতে পারে।

এই স্পিকারটি, তার ইনবিল্ট ক্রোমকাস্টের সাহায্যে অন্যান্য এমআই হোম অ্যাপ্লায়েন্স এবং এমআই সিকিউরিটি ক্যামেরা, এমআই এয়ার পিউরিফায়ার, এমআই স্মার্ট বাল্ব ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে। মজার ব্যাপার এটি স্মার্ট প্লাগের সাথে কাজ করতে পারে, যাতে এটির সাহায্যে ইউজাররা বড় যন্ত্রপাতির পাশাপাশি গিজার, রেফ্রিজারেটর এবং আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেন।

অন্যদিকে, মি স্মার্ট স্পিকার এর শীর্ষে একটি টাচ প্যানেল দেওয়া হয়েছে, যার সাহায্যে আপনি মিউজিক, ভলিউম এবং মাইকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে দুটি ফার ফিল্ড মাইক্রোফোন যা, আপনি অন্য রুমে থাকলেও আপনার ভয়েস শনাক্ত করতে পারে।

নির্মাতা সংস্থার দাবি, এই স্পিকারটিতে ১২ ওয়াট ও ৬৩.৫ মিলিমিটার ড্রাইভার রয়েছে। এছাড়াও রয়েছে, DTS অডিও কোডেকসহ একটি ফ্রন্ট-ফায়ারিং উফার (woofer) এবং টেক্সাস ইনস্ট্রুমেন্ট হাই-ফাই অডিও অ্যাস। কানেক্টিভিটির কথা বললে, এই নতুন Mi স্মার্ট স্পিকার – ওয়াই-ফাই এবং ব্লুটুথ, উভয়ই সমর্থন করে।

বিডি প্রেসরিলিস / ১৪ অক্টোবর ২০২০ /এমএম    


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫