নিজস্ব প্রতিবেদক :: অনলাইন-ভিত্তিক পত্রিকা ‘দ্য ফ্রন্ট পেজ’-এর অফিশিয়াল ফেইসবুক পেইজে মুক্তি পাচ্ছে জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে নির্মিত একটি আট পর্বের ডকুমেন্টরি ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’, যার প্রথম পর্ব সম্প্রতি পেইজে আপলোড দেওয়া হয়েছে (প্রথম পর্বটি দেখার জন্য ক্লিক করুন)। এই ডকুমেন্টরি নির্মাণে সহায়তা করেছে বেল্টওয়ে গ্রিড ও এর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর মাইকো। এতে আধুনিক বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট ও গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ তুলে ধরা হয়েছে।
ডকুমেন্টরিতে দেখানো হয়েছে, ২০২৪ সালে দেশের ছাত্র-সমাজ কীভাবে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি তরুন-নেতৃত্বাধীন বিপ্লবে রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টরিতে বিশেষ সাক্ষাৎকার, বিভিন্ন এক্সক্লুসিভ/ আন-রিলিজড ফুটেজ এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে জুলাই-আগস্ট মাসের জানা-অজানা বাস্তবচিত্রগুলো তুলে ধরা হয়েছে।
এই আট পর্বের ডকুমেন্টরি সিরিজে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে, যেখানে সহিংস দমন-পীড়ন এবং গোলাগুলির মধ্যেও তরুণদের সাহসিকতা ও সংগ্রাম দেখা গেছে। এতে কোটা আন্দোলন, তরুনদের দৃঢ়তা, এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
এই আন্দোলনের আন্তর্জাতিক নানা প্রভাব রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এ আন্দোলনের তথ্যচিত্র ছড়িয়ে পড়ে। ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’-এ আন্দোলনের সামনে ও পেছনের জানা-অজানা মূহুর্তগুলো এবং আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে।
এই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের ডোকুমেন্টরিতে ফিচার করা হয়েছে, এবং তারা আন্দোলনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিরিজটি বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আন্দোলনের প্রভাব এবং এর দীর্ঘমেয়াদী গুরুত্ব বিশ্লেষণ করেছে।
‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ ডকুমেন্টরিটি বাস্তব ঘটনার জন্য সবার মাঝে ব্যপক আগ্রহ সৃষ্টি করেছে। মাইকো’র সহায়তায় ইন্টারন্যাশনালি রিলিজ হলে এটি বিশ্বব্যাপি আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।
https://www.facebook.com/share/v/1CbbaXJXan/?mibextid=wwXIfr
বিডি প্রেসরিলিস /০৮ জানুয়ারি ২০২৫ /এমএম
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫