ব্যস্ত জীবনে নিজেকে নিয়ে ভাবার সময়টা বেশ কমই আমাদের। তবু দিনশেষে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতেই পারে নিজের আর একটু যত্ন নেওয়া উচিত। চুলগুলো স্পর্শ করে একটা দীর্ঘনিঃশ্বাস বের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ঝলমলে চুলগুলো ঝরে পড়লে কারই বা ভালো লাগে। চুল পড়া সমস্যায় দূষণ যেমন দায়ী, আমাদের অবহেলার ভূমিকাও কম নয়। স্কাল্প ও চুলের যত্নে ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগ্রহ দিন দিন বাড়ছে। কিন্তু অনেকেই না জেনে মিনারেল অয়েলযুক্ত তেল ব্যবহার করছে, যা স্কাল্প ও চুলের জন্য আরও বড় ক্ষতির কারণ হচ্ছে।
মিনারেল অয়েল চুলের ন্যাচারাল শাইন কমিয়ে দেয়, স্কাল্পকে করে ফেলে ড্রাই। ফলে স্কাল্পে নানা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আবার চুলের জন্য কোন ন্যাচারাল উপাদানগুলো বেশি উপকারী সে সম্পর্কেও আমাদের জানাশোনা কম। তাই চলুন প্রথমে চুলের জন্য ভালো এমন কিছু হারবাল বা ভেষজ উপাদানের গুণাগুণ সম্পর্কে জেনে নিই।
ভৃঙ্গরাজ- স্কাল্পে রক্ত সঞ্চালন করে, চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
ব্রাক্ষ্মী- চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
আমলকি- চুলের দৈর্ঘ্য ও ভলিউম বৃদ্ধিতে সাহায্য করে।
মঞ্জিষ্ঠা- স্কাল্পকে ময়েশ্চারাইজড রাখে এবং চুল পড়া বন্ধ করে।
কারি পাতা- এর অ্যান্টিঅক্সিডেন্ট স্কাল্পকে ময়েশ্চারাইজ করে চুলের মৃত কোষগ্রন্থি দূর করে।
কালোজিরা- স্কাল্পকে ভালো রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
রিঠা- চুল পড়া বন্ধ করে এবং স্কাল্পকে পরিষ্কার রাখে।
এছাড়া আরও বেশ কিছু প্রাকৃতিক-ভেষজ উপাদান আছে যা স্কাল্প ও চুল ভালো রাখতে সাহায্য করে।
কী আছে মায়া অল ন্যাচারাল স্কাল্প অ্যান্ড হেয়ার অয়েলে?
৫০০০ বছরের প্রাচীন শিরপাক বিধি অনুযায়ী, নারিকেল তেল, ভৃঙ্গরাজ, ব্রাক্ষ্মী, আমলকি, জবা, কালোজিরা, মঞ্জিষ্ঠা, কালোজিরা, রিঠা, মেথিসহ ১৭টি ভেষজ উপাদানে তৈরি হয়েছে মায়া অল ন্যাচারাল স্কাল্প অ্যান্ড হেয়ার অয়েল। এতে নেই কোনো আর্টিফিয়াল ফ্র্যাগরেন্স ও ক্ষতিকর মিনারেল অয়েল। একটা গাছ যেমন বেড়ে ওঠার শক্তি পায় শেকড় থেকে, আমাদের চুলেরও পুষ্টি দরকার হয় গোড়াতেই। এই ধারণাকে মাথায় রেখেই অল ন্যাচারাল স্কাল্প অ্যান্ড হেয়ার অয়েলে আছে রুট অ্যাপ্লিকেটর, তাই তেল চুলের গোড়ায় পৌছে যায় সহজে।নিয়মিত এই তেল ব্যবহারে স্কাল্প থাকে স্বাস্থ্যকর, আর চুলের গোড়া হয় শক্ত। যাদের বেশি হেয়ারফল হয় তারা সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
বিডি প্রেসরিলিস / ০২ সেপ্টেম্বের ২০২৩ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫