Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ‘মার্সেল-আমাদের সময় আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০১৯’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।শনিবার বিকেলে আমাদের সময় পত্রিকার নিজস্ব কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর, মিডিয়া এন্ড ব্যান্ডিং) মো. হুমায়ন কবীর কবি।এ ছাড়াও আমাদের সময় পত্রিকার পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকাটির ডেপুটি এডিটর দিপঙ্কর লাহিড়ী, জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মো. আহসানুজ্জামান রিমন, সিনিয়ার অ্যাসিসটেন্ট এডিটর মঈন আবদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভান সাইর।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অভিনেত্রী প্রিয়া আমান এবং অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ন কবীর বলেন, ‘আমাদের প্রত্যেকেরই দেশের জন্য কিছু করা উচিত। আমরা সবাই যদি এক সাথে কাজ করি তবেই আমাদের দেশ উন্নত হবে। আমরা সবাই যেন নিজের দেশের পণ‌্যটি ব্যবহার করার চেষ্টা করি। তবেই দেশকে এগিয়ে নিতে সহায়তা করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা সব সময়ই এ ধরনের কাজের সাথে থাকার চেষ্টা করি। আগেও দৈনিক আমাদের সময়ের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’দৈনিক আমাদের সময়ের ডেপুটি এডিটর দিপঙ্কর লাহিড়ী বলেন,’পাঠকেরা আমাদের প্রাণ। তাদের জন্যই আমাদের এই আয়োজন। ‘আমাদের সময়ের’ সাথে থাকার জন্য মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে পত্রিকাটির জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মো.আহসানুজ্জামান রিমন বলেন, ‘মার্সেল সব সময়ই ভালো আয়োজনে আমাদের সাথে অংশ গ্রহণ করেছে। আগেও মার্সেল আমাদের সময়ের সাথে ছিল, এখনও আছে। আশা করি ভবিষ্যতেও আমাদের সময় পরিবারের সাথে মার্সেল যুক্ত থাকবে।’

উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে সদ্য প্রয়াত জনপ্রিয় অভিনেতা ও পরিচালক হুমায়ূন সাধুর স্বরণে সবাই এক মিনিট নীরবতা পালন করেন।এরপর মার্সেল-আমাদের সময় ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০১৯’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।‘মার্সেল-আমাদের সময় বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯’ এর প্রথম রাউন্ডের প্রথম পুরস্কার জিতেছেন- মোহাম্মদ, আদর্শ নগর। দ্বিতীয় পুরস্কার জিতেছেন- জিয়াসমিন, কল্যাণপুর, ঢাকা। তৃতীয় পুরস্কার জিতেছেন- লিমা আক্তার, রামপুরা।

চতুর্থ পুরস্কার জিতেছেন- রুনা (খাবাসপুর, ফরিদপুর), মানিক (ছিলার চর, মাদারীপুর)। পঞ্চম পুরস্কার জিতেছেন- চাঁদনী (জয়নগর, জাজিরা), আরনিন (মিরপুর-১৪), নুরুল আহাদ (আশুলিয়া, ঢাকা), মাসুম (ইসলাম পুর রোড, কুমিল্লা), সানজিদা (বনগ্রাম, ঢাকা)। ষষ্ঠ পুরস্কার জিতেছেন- সেতু (ইসলামপুর, কুমিল্লা), আহাম্মদ (৯৩/৩ বাজার পাড়া, গাবতলী), নিশি (কোটালি পাড়া, গোপালগঞ্জ), বিপ্লব হোসেন (কোট বাড়ি, মিরপুর, ঢাকা) ও বশির (পশ্চিম রুপাতলা, বরিশাল)।

এ ছাড়া ‘মার্সেল-আমাদের সময় বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯’-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম পুরস্কার জিতেছেন- মাইদুল ইসলাম (ঢাকা)। দ্বিতীয় পুরস্কার জিতেছেন- মো. রেজাউল ইসলাম (ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা)। তৃতীয় পুরস্কার জিতেছেন ফরহাদ (কুড়িগ্রাম)।

চতুর্থ পুরস্কার জিতেছেন- নিপা (ঢাকা), সনিয়া (বনানী), পঞ্চম পুরস্কার জিতেছেন- মো. সাদ্দাম হোসেন মিয়াজী (ঢাকা বিশ্ববিদ্যালয়), ইয়াসিন আরাফাত সুপ্ত (মগবাজার, ঢাকা), মো. আনোয়ার হোসেন (নাঙল কোট, কুমিল্লা), মো. মোবারক (আনন্দ নগর, মিরপুর)। হালিমা (ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)।এ ছাড়া ষষ্ঠ পুরুস্কার জিতেছেন- পারুল (জুরাইন, ঢাকা), মো. নাইস মিয়া (পূর্ব শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা), উম্মে হানি রাইসা (ঢাকা), সাবিবর (মহাখালী) ও কাজল হোসেন (বংশাল)।

বিডি প্রেসরিলিস / ২৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪