নিউজ ডেস্ক :: বাজারে এসেছে ব্রাদার এর ট্যাংক মডেলের মাল্টিফাংশন (প্রিন্ট/কপি/স্ক্যান/ফ্যাক্স) প্রিন্টার এমএফসি-টি৯১০ডিডাব্লিউ। ইন্টারনেট ও ওয়্যারলেস নেটওয়ার্কের এই প্রিন্টারে রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিং এর সুবিধা। আরো রয়েছে এডিএফ ও এলসিডি ডিস্প্লে।
ট্যাংক মডেলের প্রিন্টারগুলো ব্যবহারে বেশ সাশ্রয়ী। সর্বোচ্চ ১২৮ এমবি র্যামসমৃদ্ধ এই প্রিন্টারে রয়েছে কালার ফ্যাক্স এর সুবিধা। মোবাইল প্রিন্টিং এর সুবিধা সহ এই প্রিন্টারটিতে ১৫০শীট এর ট্রে এবং ৮০শীট এর মাল্টিপারপাস ট্রে রয়েছে।
প্রমোশনের সুবিধার জন্য রয়েছে ১টি অতিরিক্ত ব্ল্যাক কার্টিজ সহ মোট দুইটি ব্ল্যাক কার্টিজ। এছাড়াও লাল, নীল ও হলুদ রক্সেগর কার্টিজ তো রয়েছেই।
আর এই প্রিন্টারটির মূল্য মাত্র ৩০ হাজার টাকা। এবং ৬৫০০ পেইজ ব্ল্যাক কার্টিজ এর মূল্য ৭২৫ এবং ৫০০০ পেইজের কারার কার্টিজ এর মূল্য ৬৫০ টাকা। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি। প্রিন্টারটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
বিডি প্রেস রিলিস/৪ অক্টোবর ২০১৮/এসএম)
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫