Follow us

বাজারে এলো ‘রেইনবো অলরাউন্ডার’ পেইন্টস

 

নিজস্ব প্রতিবেদক :: আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড ‘রেইনবো’ বাজারে নিয়ে এলো ‘অলরাউন্ডার’ এক্সটেরিয়র পেইন্টস। শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আমরা আন্তর্জাতিক মানের রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্পসময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি রেইনবো পেইন্টস শিগগিরি দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
রেইনবো পেইন্টস এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, “বাংলাদেশের রঙের বাজারে এই প্রথম স্থাপনার বাহিরের দেয়ালের সকল ধরনের সমস্যার সমাধান দিতে সক্ষম এই রঙ। তাই এই রঙটির নাম দেয়া হয়েছে ‘অলরাউন্ডার’।

তিনি বলেন, “রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র রঙে ব্যবহার হয়েছে এলাস্টমারিক ও এন্টিডার্ট ফর্মুলা। তাই এই রঙ সূক্ষ্ম ফাটল হতে দেয় না এবং বৃষ্টির পানি দেয়ালে লেগে থাকতে পারে না। বিশেষভাবে তৈরি এ রঙ শেওলা, ফাঙ্গাস ও ঘর্ষণ প্রতিরোধী। এই রঙে এন্টি-কার্বোনেশন সিস্টেম ও ক্ষতিকর সীসা, মার্কারি ও ক্রোমিয়ামমুক্ত থাকায় সম্পূর্ণ পরিবেশবান্ধব। এমনকি এই রঙ তাপ প্রতিফলিত করে ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এছাড়া দেয়া হচ্ছে ১০ বছরের ওয়ারেন্টি”।

তিনি আরও বলেন, “রেইনবো’র ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩০ ধরনের রং রয়েছে। সারাদেশে ‘রেইনবো পেইন্টস’ এর শতাধিক শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা”।

অনুষ্টানে রেইনবো পেইন্টস এর কনসালটেন্ট মোঃ শাহজাহান, হেড অব সেলস এসএম জহিরুল ইসলাম, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টস এর উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৫ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪