Follow us

বাজারে উচ্চগতি সম্পন্ন গ্রাফিক্স কার্ড আনলো পিএনওয়াই

নিজস্ব প্রতিবেদক ::  স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে পিএনওয়াই ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৯০ মডেলের গ্রাফিক্স কার্ড। দীর্ঘ স্থায়িত্ব এবং পিসি গেমিংয়ে অভূতপূর্ব পারফরম্যান্স নিশ্চিত করতে উচ্চগতি সম্পন্ন গ্রাফিক্স কার্ডটি প্রফেশনালদের কথা বিবেচনায় রেখে বাজারে আনলো প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএনওয়াই গ্রাফিক্স কার্ডে নতুন প্রযুক্তির তিনটি ফ্যান ব্যবহার করা হয়েছে যা অন্য গ্রাফিক্স কার্ড থেকে অনেক বেশি টেকসই। তিনটি ফ্যান থাকার কারণে বেশি সময় ব্যবহার করার পরও এটি সহজে গরমও হবে না। তাই অতিরিক্ত পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই। এই গ্রাফিক্স কার্ডে এইচডিএমআই ডিসপ্লে পোর্ট আছে। এছাড়া রয়েছে মেমোরি ইন্টারফেস ৩৮৪ বিট, মেমোরি ব্র্যান্ডউইড ১০০৮ জিবি/সেকেন্ড, ক্লক স্পিড ২২৩৫ মেগা হার্জ, বুস্ট স্পিড ২৫২০ মেগা হার্জ, মেমোরি স্পিড ২১ জিবিপিএস, মেমোরি সাইজ ২৪ জিবি ডিডিআর৬এক্স। পিএনওয়াই ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৯০ মডেলের গ্রাফিক্স কার্ডটি যেকোনো পিসিতে ব্যবহার করা যাবে।

পিএনওয়াই ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান। স্মার্ট টেকনোলজিসের পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম শওকত মিল্লাত, পিএনওয়াই পণ্য ব্যবস্থাপক তানভীর আলম, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল।

অনুষ্ঠানে এসএম মহিবুল হাসান বলেন, ‘পিএনওয়াই বিশ্বজুড়ে একটি জনপ্রিয় এক্সেসরিজ ব্র্যান্ড। সাম্প্রতিক সময়ে উচ্চগতি সম্পন্ন গ্রাফিক্স কার্ড বাজারে ছেড়ে বিশ্বব্যাপী সাড়া ফেলতে সক্ষম হয়েছে পিএনওয়াই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের গেমিং এবং গ্রাফিক্স প্রফেশনালদের কথা বিবেচনায় রেখে আমরা জিফোর্স আরটিএক্স ৪০৯০ মডেলের গ্রাফিক্স কার্ডটি বাজারে নিয়ে এসেছি। আশা করি, এই গ্রাফিক্স কার্ডটি ইউজারদের কম্পিউটার ব্যবহারকে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।’৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ গ্রাফিক্স কার্ডটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।

বিডি প্রেসরিলিস / ০৬ নভেম্বর ২০২২ /এমএম     


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪