Follow us

বাজারে আসছে ‘অপো এ৯’ স্মার্টফোনের ‘২০২০’ সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের সেপ্টেম্বেরের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে এ বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসা জনপ্রিয় ‘অপো এ৯’ স্মার্টফোনের ২০২০ সংস্করণ। উন্নত গ্রাফিকস সমৃদ্ধ গেমস খেলার সুবিধা, মোবাইল ফটোগ্রাফির জন্য শক্তিশালী ক্যামেরা, অধিক কার্যক্ষম র‌্যাম আর বেশি মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনের ক্রমবর্ধমান চাহিদার পূরণের প্রয়াসে জনপ্রিয় সব স্মার্টফোনের ‘২০২০’ সংস্করণের স্মার্টফোন তৈরিতে কাজ করছে অপো।

‘২০২০’ সংস্করণ খ্যাত এই স্মার্টফোনটিতে থাকতে পারে গেম খেলার উপযোগী অধিক সক্ষমতাযুক্ত মোবাইল প্ল্যাটফর্ম, কোয়াড ক্যামেরা, অধিক সক্ষমতাযুক্ত র‌্যাম আর অধিকসময় জুড়ে ব্যাকআপ দিতে সক্ষম এমন ব্যাটারি। আর এর সবকিছুর মিশেলে হার্ডকোর গেমারদের উপযোগী একটি ফোনই আনতে চলেছে অপো।

এ বছরের শুরুতেই বাজারে আসে অপো এ৯ স্মার্টফোন। বাজারে আসা মাত্রই সাশ্রয়ী দামে স্মার্টফোন ক্যাটাগরিতে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে ফোনটি। গ্রাহক প্রিয়তার এই দিকটিকে প্রাধান্য দিতেই নতুন নামে স্মার্টফোন আনার পরিবর্তে ইতোমধ্যে জনপ্রিয় স্মার্টফোনেরই নতুন সংস্করণ আনতে চলেছে অপো। নতুন এই ফোনটি কেবল গেমারদের জন্যেই নয়, স্মার্টফোন ফটোগ্রাফারদের জন্যেও দারুণভাবে উপযোগী হতে পারে।

‘অপো এ৯’ এর পূর্বসূরি স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকলেও নতুন সংস্করণে চারটি ক্যামেরার সমন্বয়ে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম থাকবে যা গেমিংসহ অন্যান্য কাজের ক্ষেত্রেও ফোনের সক্ষমতা বাড়াবে। তবে ইন্টারনাল মেমোরির ক্ষেত্রে পূর্বের ১২৮ গিগাবাইট থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

বিশেষ করে গেমিং স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এটিকে গেমিং ফোন হিসেবে দাবী করা হচ্ছে, তাই পূর্বের ৪০৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্থলে প্রায় ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার সম্ভাবনাই বেশি এতে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকতে পারে অ্যান্ড্রয়েড পাই এর উপর ভিত্তি করে তৈরি কালার-ওএস ৬.১। এছাড়াও ফোনটিতে থাকতে পারে ৬.৫ ইি ডিসপ্লে।

বিডি প্রেসরিলিস / ০৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫