Follow us

নিজস্ব প্রতিবেদক ::‌ বন্যাদুর্গত ৫০০০ মানুষের চিকিৎসা সেবার দায়িত্ব নিলেন নিয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ এর মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। আজ (২৮ আগস্ট) সংগঠনটির কার্যালয়ে দুর্গতদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনে জমা দেন চিত্রনায়ক কায়েস আরজু। আগামী শুক্রবার থেকে বন্যা দুর্গতদের জন্য শুরু হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার নিয়ে ক্যাম্পগুলোর আয়োজন করেছে ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’।

এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত। সে কারণেই নির্ভরযোগ্য কারো সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ দুর্গতের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। অতীতে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এটাকেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বেছে নিলাম।

তিনি বলেন, মেডিকেল সাপোর্টের বাইরেও ত্রাণ সহায়তার ব্যবস্থাও আমি করব। তবে ত্রান দেওয়ার মানুষ প্রচুর আছেন। দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম। সে কারণেই এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।

সংগঠনটির প্রেসিডেন্ট সোহেল অটল জানান, বন্যার পানি নেমে যাওয়ার সময় দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন মেডিকেল সাপোর্ট জরুরী হয়ে পড়ে। আমরা এর আগে ২০২২ সালে সিলেট-সুনামগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। তখন বুঝেছি, মেডিকেল সাপোর্টটা মানুষের কত জরুরী। চিত্রনায়ক কায়েস আরজু আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিডি প্রেসরিলিস/২৮ আগস্ট ২০২৪/এএ


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫