Follow us

ফুড টেক প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব উদ্যোগ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের সর্বপ্রথম অন-ডিমান্ড অনলাইন ফুড ডেলিভারি ও ফুড টেকনোলজি প্রতিষ্ঠান হাংরিনাকি গ্রহণ করেছে পরিবেশবান্ধব উদ্যোগ। খাবার সরবরাহকারী প্রয়োজনীয় বাইসাইকেলগুলোকে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাহনে বদলে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই বছরের শেষার্ধে তারা তাদের দুশতাধিক মোটরসাইকেলের বদলে সমান সংখ্যক পরিবেশ সহায়ক বিদ্যুৎ-চালিত বাইসাইকেল দিয়ে গ্রাহকদের কাছে অর্ডারকৃত খাবার পৌঁছে দেওয়া শুরু করবে, একই সাথে তাদের প্রতিটি স্থানীয় হাব অফিসে সৌর-বিদ্যুৎচালিত চার্জিং স্টেশনও স্থাপন করবে।

পরিবেশ দূষণরোধে কোম্পানিটি তাদের ডেলিভারি কাজে নিয়োজিত সব ধরনের পেট্রোল-চালিত যান এই বছরের ভেতরই ব্যবহার করা বন্ধ করে দিবে বলে সিন্ধান্ত নিয়েছে। ২০২০ সালের ভেতর আরো ৫০০টি বিদ্যুৎ-চালিত বাইসাইকেল তাদের ডেলিভারি সেবা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। উল্লেখ্য, বাংলাদেশের ফুড ডেলিভারি কোম্পানিগুলোর মধ্যে হাংরিনাকিই সর্বপ্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করলো।

২০১৩ সালে পথচলার শুরু থেকে গত ৬ বছরে হাংরিনাকি তাদের ৪ হাজার রেঁস্তোরা-অংশীদারদের এক সুবিশাল নেটওয়ার্কের মাধ্যমে ৫ লক্ষাধিক গ্রাহককে সেবা দিয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার আর নারায়াণগঞ্জ জুড়ে। ডেলিভারি মোটর সাইকেল থেকে নির্গত কার্বন ধোঁয়া ও পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ শুরু থেকেই সচেতন ছিল। তার ফলশ্রুতিতেই তারা ‘শূন্য কার্বন নির্গমন’-এর লক্ষ্য অর্জন করার ব্যাপারে পরিকল্পনা করছিল, আর এই ঘোষণাটি হচ্ছে তাদের সেই লক্ষ্য অর্জনের পথে প্রথম পদক্ষেপ।

কোম্পানির সহ-কার্যনির্বাহী ইব্রাহিম বিন মহিউদ্দিন বলেন, ‘দেশে ফুড ডেলিভারির বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে, হাংরিনাকিও প্রতি বছর আগের বছরের তুলনায় বড় হচ্ছে, সুতরাং এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আমাদের কার্বন নির্গমনসামনের দিনগুলোতে আরও বাড়বে বৈ কমবে না। আর আমরা শুধু যে পরিবেশবান্ধব হতে যাচ্ছি তাই নয়, ইতিমধ্যেই ডেলিভরির সময়, খাবারের মান আর আমাদের ডেলিভারি এজেন্টদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার বিষয়ে উল্লেখযোগ ব্যাপারেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি।’

বিডি প্রেসরিলিস / ৬ আগস্ট ২০১৯/এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪