Follow us

ফুডপ্যান্ডায় অর্ডার করে লাখ টাকা জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক :: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার সাম্প্রতিক ‘লাখ টাকার খেলা’ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে প্রতি সপ্তাহে ১ লাখ টাকা জেতার সুযোগ। এজন্য ক্যাম্পেইনের শর্ত মেনে ফুডপ্যান্ডা থেকে গ্রাহককে অর্ডার করতে হবে।

ফুডপ্যান্ডা সবসময় গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে এই ‘লাখ টাকার ক্যাম্পেইন।’ ক্যাম্পেইন চলাকালীন ‘লাখ টাকার খেলা’র নির্দিষ্ট রেস্তোরাঁগুলো থেকে অর্ডার করার সময় বিশেষ ভাউচার ‘LAKHTAKA’ ব্যবহার করতে হবে। ফুডপ্যান্ডা অ্যাপ অথবা ওয়েবসাইটে ‘লাখ টাকার খেলা’ সেকশনের নিচে পাওয়া যাবে নির্দিষ্ট এই রেস্তোরাঁগুলো।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে ও সপ্তাহ শেষে এই বিশেষ পুরস্কারটি জিততে কমপক্ষে ২৯৯ টাকা সমমূল্যের ৩টি অর্ডার করতে হবে। সবচেয়ে বেশি মূল্যের টাকার এবং সবচেয়ে বেশি অর্ডার করা গ্রাহকের সুযোগ থাকবে ১ লাখ টাকা জিতে নেয়ার। প্রতি সপ্তাহের শেষে বিজয়ী ঘোষণা করা হবে। পুরস্কার বিতরণ করা হবে ক্যাম্পেইনের শেষে। এই গেমিফাইড ‘লাখ টাকার খেলা’ ক্যাম্পেইন ১৬ অক্টোবর শুরু হয় এবং চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

এই ক্যাম্পেইনের বিশেষ ‘LAKHTAKA’ ভাউচার ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সর্বনিম্ন ২৯৯ টাকার অর্ডারে অতিরিক্ত ৩০ শতাংশ ছাড়ে ১৫০ টাকা পর্যন্ত মূল্যছাড় উপভোগ করবেন। ১৬ অক্টোবর, ২৩ অক্টোবর, ৩০ অক্টোবর এবং ০৬ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহগুলোর জন্য সকল শর্ত পূরণের ভিত্তিতে একজন বিজয়ীকে বাছাই করা হবে। এ ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক শুধুমাত্র একবার জেতার সুযোগ পাবেন। বিজয়ী নির্বাচনে পুনরাবৃত্তি থাকবে না।

বিডি প্রেসরিলিস / ০১ নভেম্বর ২০২২ /এমএম    


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫