নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি সহজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড। এই চুক্তির আওতায় এখন থেকে দেশব্যাপী পেপারফ্লাই-এর ওয়ান স্টপ লজিস্টিক্স সল্যুশন পার্টনার হিসাবে কাজ করবে সহজ ট্রাক।
এই চুক্তির ফলে পেপারফ্লাই এখন থেকে সহজ ট্রাকের সঙ্গে আরও একাত্ম হয়ে কাজ করবে। বিশেষ করে শিপমেন্ট ফ্লোতে যেমন নিশ্চিত হবে মানসম্মত “এন্ড টু এন্ড” লজিস্টিক সেবা তেমনি ডিজিটাল সেবার মাধ্যমে সাপ্লাই চেইনে দূর হবে প্রতিবন্ধকতা।
উল্লেখিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেপারফ্লাই-এর কো-ফাউন্ডার ও সিওও মো. রাজিবুল ইসলাম; জেনারেল ম্যানেজার-এইচআর ও অ্যাডমিন আসিফ আহমেদ; ম্যানেজার-ফিন্যান্সিয়াল প্ল্যানিং ও অ্যানালাইসিস মোহাম্মদ শাহেদ চৌধুরী এবং অপারেশন্স বিভাগের হাবিব হাসান।
এছাড়া সহজের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সাগীর আহমেদ রবিন; অ্যাসিসট্যান্ট ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট জোয়াইব হাসান তুশন; অপারেশন ম্যানেজার আল-আমিন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-কর্পোরেট সেলস তানভির মতিন চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সেলস টুটুল মজুমদার প্রমূখ।
বিডি প্রেসরিলিস / ২ এপ্রিল ২০২১ /এমএম
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫