নিজস্ব প্রতিবেদক :: পূজা আসছে। উৎসবের পাশাপাশি শরতে প্রকৃতির সাথে মিলিয়ে স্নিগ্ধ সাজে সেজে ওঠার উপলক্ষ দিতেই ‘প্ল্যানিং বাই শেখস’ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে দুই দিনব্যাপী মেলা। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে বসবে তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই মেলা। মোট ৪০টি স্টলে নিজেদের আয়োজন প্রদর্শন করবে ৫০টি অনলাইন শপ।
মেলার অন্যতম আয়োজক ও ‘প্ল্যানিং বাই শেখস’ এর সহ-প্রতিষ্ঠাতা শেখ মানি মারজান বলেন, ‘ঢাকায় অনলাইন শপিং এর তুমুল জনপ্রিয়তাকে মাথায় রেখে একই ছাদের নিচে অনেকগুলো উদ্যোগকে আনার চেষ্টা এবং শরতের বিভিন্ন উৎসব যেমন পূজা, বিয়ের মৌসুম ইত্যাদি মাথায় রেখে ক্রেতারা যেন সুলভে একই জায়গা থেকে কেনাকাটা করতে পারেন, সে কারণেই এই মেলার উদ্যোগ নিয়েছি।’
এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এখানে পোশাক, গয়না, প্রসাধনী,অনুসঙ্গের স্টল ছাড়াও থাকবে মেকওভার ও মেহেদি দেওয়ার ব্যবস্থা। সঙ্গে থাকছে খাবারের স্টল, ফ্রি ফটোগ্রাফার এবং ফটো সেশন বুথ, গানের আয়োজনসহ আরও অনেক কিছু।মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিডি প্রেসরিলিস / ২৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫