Follow us

পুরস্কার পেলো নকিয়া-র ডাবল খুশির অফার-এর প্রথম বিজয়ী

 

নিজস্ব প্রতিবেদক :: ঈদকে ঘিরে সম্প্রতি শুরু হওয়া নকিয়া-র ‘ডাবল খুশির অফার’-এর প্রথম বিজয়ীর হাতে নকিয়া ২.২ সেটটি তুলে দিল নকিয়া । ময়মনসিংহ জেলার কানিজ ফাতেমা নিপুন এই পুরস্কার বিজয়ী হন। এইচএমডি গ্লোবাল বাংলাদেশ ও তাদের পার্টনারদের উচ্চপদস্থ কর্মকর্তারা গতকাল ময়মনসিংহের নকিয়া-র হেড অফিসে উপস্থিত থেকে বিজয়ীকে পুরস্কার বুঝিয়ে দেন।

আপনি যদি স্বল্প বাজেটে নকিয়ার মতো ব্র্যান্ডের ফোন কিনতে চান, তাহলে কিনতে পারেন ‘নকিয়া ২.২’। নকিয়া ২.২ মোবাইল সেটটি কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫০০ টাকা নিশ্চিত ক্যাশ ব্যাক আর সাথে একটি নোকিয়া ২.২ জিতে নেওয়ার সুযোগ! এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছে। নকিয়া ২.২-এর বাজারমূল্য (২/১৬ জিবি)১০,৯৯৯ টাকা এবং(৩/৩২জিবি) ১২,৯৯৯ টাকা।

এইচএমডি গ্লোবাল কয়েকদিন আগেই বাংলাদেশে লঞ্চ করেছে নকিয়া ২.২ সেটটি। নকিয়া ২ সিরিজের আগের ফোনগুলো থেকে এটা সবদিক থেকেই এগিয়ে আছে। এতে এন্ড্রয়েড ওয়ান প্রজেক্ট এর এন্ড্রয়েড পাই ব্যবহার করা হয়েছে।ফোনটিতে মিডিয়াটেক এর প্রসেসর ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত সিঙ্গেল ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। কম আলোতে ভালো ছবি তোলার জন্য এটি বেশ উপযোগী ।নকিয়া ২.২এর অন্যান্য ফিচারগুলোর মধ্যে আছে বায়োমেট্রিক ফেস আনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন।

নকিয়া-র এই ডাবল খুশির অফারটি স্বল্প সময়ের জন্য, আর চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত। যারা এই অফারে অংশ নিতে চান তাদের জন্য এখনও রয়েছে সুযোগ। তাই দেরি না করে ঝটপট খোঁজ নিন আপনার নিকটস্থ মোবাইলের-র যেকোনো শোরুমে।

বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫