Follow us

পাটের পোশাকের ফ্যাশন শো করবে জেইআরবি

 

নিজস্ব প্রতিবেদক :: পাটের তৈরি পোশাক জনপ্রিয় করতে ফ্যাশন শোর আয়োজন করছে জুট ইকোনোমি রেভুলেশন অফ বাংলাদেশ (জেইআরবি)। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাটের পোশাক এবং পাটের পণ্যের ব্যাপারে আগ্রহী করে তোলা হবে।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক ‍অনুষ্ঠানে এ কথা জানান জেইআরবির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমির হোসেন (রঙ্গন)। ‘গ্লোবাল ওয়ারর্মিং প্রোগ্রাম, সলুইশন অ্যান্ড আওয়ার ইকোফ্রেন্ডলি জুট’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী।

আমির হোসেন বলেন, ‘আমি প্রায় ১৬ বছর যাবত পাটের পোশাক নিয়ে কাজ করছি। ২০০৭ থেকে চারটি প্রদর্শনী, চারটি, মেলা তিনটি ফ্যাশন শো করেছি। এতে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পাটের পোশাক এবং পাটের পণ্যের ব্যাপারে আগ্রহী হয়েছে। পাট দিয়ে শুধু থলি নয়, বরং উন্নতমানের ও চমকপ্রদ বিভিন্ন ব্যবহারের পোশাক তৈরি করা সম্ভব। এই বিষয়টি আমরা তুলে ধরা চেষ্টা করছি। আমরা পাটের পোশাক বিশ্বব্যাপী তুলে ধরতে চাই। আগামী ডিসেম্বরে রাজধানীতে আমরা পাটের পোশাকের ফ্যাশন শো করবো।’জেইআরবির প্লাটফর্মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যারা পাট সেক্টরকে এগিয়ে নিতে চায় তাদের একত্রিত করা হচ্ছে বলে জানান আমির হোসেন।

তামান্না নুসরাত বুবলী বলেন, ‘বহুমুখী পাটপণ্যের বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পাট দিয়ে শুধু বস্তাই নয়, বরং উন্নতমানের ও চমকপ্রদ বিভিন্ন ব্যবহারের পোশাক তৈরি করা সম্ভব। সরকার বহুমুখী পাটপণ্যের বিশ্বব্যাপী বাজার তৈরির জন্য কাজ করছে।’

নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সেন্টার ঘুরে দেখার জন্য জেইআরবির প্রতিনিধিদের আমন্ত্রণ জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘পাট শিল্পকে এগিয়ে নিতে যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন ফ্যাশন ডিজাইন তৈরি করতে হবে। আজকে তরুণদের পাট পণ্য নিয়ে আগ্রহ দেখে ভালো লাগলো। এ ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

বিডি প্রেসরিলিস / ০১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪