নিজস্ব প্রতিবেদক :: অনলাইন উদ্যোক্তাদের মেলা হয়ে গেলো ঢাকায়। এবার অংশগ্রহণকারী ছিলেন ৬২ জন। প্রত্যেকে নিজেদের তৈরি পণ্য বিক্রি করেন অনলাইনে। চাকরির বাইরে নিজেদের মতো কিছু একটা করতে চেয়েছেন সবাই। সেই ভাবনা থেকে তারা ফ্যাশনে এনেছেন পরিবর্তন। প্রত্যেকের কাজে আছে সৃজনশীল ছোঁয়া।
টিপ কেবল এখন টিপ নেই, নারী অনলাইন উদ্যোক্তাদের হাত ধরে হয়ে উঠেছে ক্যানভাস। সানগ্লাসে পেইন্ট করলে সেটি পায় ভিন্ন মাত্রা। শাড়িকে প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে পেরেছেন তারা। অনলাইন ব্যবসার সুবাদে সৃজনশীলতা সম্পর্কে ধারণা পেয়েছেন এই নারী উদ্যোক্তারা।হারিয়ে যেতে বসা জিনিসে কারুকাজের মাধ্যমে শো-পিস তৈরি করেন নারীরা। এসব পণ্যের সুবাদে নারীর সাজেও এসেছে নতুনত্ব। চলতি কথা দিয়ে ব্যাজ বানান অনেকে। সানগ্লাসে রিকশাপেইন্ট এনে দেয় ভিন্ন মাত্রা।
বছরে কয়েকবার বসে এই মিলনমেলা। অনলাইনের ক্রেতাদের মুখোমুখি হয়ে গড়ে ওঠে আস্থার সম্পর্ক। কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন উদ্যোক্তারা। তাদের মতে, মেলা করলে ক্রেতাদের আস্থা বাড়ে। ধীরে ধীরে অনলাইন ব্যবসায়ীদের মধ্যে সখ্য বাড়বে বলে প্রত্যাশা তাদের।
বিডি প্রেসরিলিস / ২৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫