Follow us

নতুন পোকো ফোন আনছে শাওমি

 

নিজস্ব প্রতিবেদক ::   চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব ব্র্যান্ড পোকো। এই ব্র্যান্ডের আওতায় বেশ কিছু মডেলের ফোন বাজারে এসেছে। যা তরুণরা লুফে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এলো নতুন পোকো ফোন। সম্প্রতি ভারতের বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়েছে পোকো এফ ৩ জিটি।

ভারতের পোকোর কান্ট্রি ডিরেক্টর অনুজ শর্মা আসন্ন স্মার্টফোনের একটি ৩০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে। মনে করা হচ্ছে আসন্ন ফোনটিকে আগামী দিনে রেডমি কে৪০ গেমিং এডিশন রি-ব্র্যান্ড হিসেবেও প্রকাশ করা হতে পারে।

অন্য একটি প্রতিবেদনে আবার ভারতের বাজারে পেকো পোকো এফ জিটি স্মার্টফোনটির দামের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতে আসন্ন স্মার্টফোনের দাম রাখা হতে পারে ২৫,০০০ রুপি। যদিও এই দামটি অনুমান করা হয়েছে চীনে প্রকাশিত রেডমি কে৪০ গেম অ্যানহ্যান্সড এডিশন কথা ভেবে।চীনে রেডমি স্মার্টফোনটির ৬জিবি/১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছিল ১৯৯৯ ইয়েন। অন্যদিকে ১২জিবি/২৫৬জিবি স্টোরেজের দাম ছিল ২৬৯৯ ইয়েন।

আসন্ন পোকো স্মার্টফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। সঙ্গে থাকছে মিইউজার ইন্টারফেস ১২.৫ ভার্সন। ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ওলিড ডিসল্পের সঙ্গে থাকবে ১২০ হার্জ রিফ্রেস রেট। এর পাশাপাশি আসন্ন স্মার্টফোনটি সমর্থন করবে এইচডিআর ১০ প্লাস কে।ডিভাইসটিতে থাকছে অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ চিপসেট। আর থাকছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

ক্যামেরার জন্য রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মধ্যে যুক্ত থাকবে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। সঙ্গে একটি এফ/১.৭ অ্যাপারচার লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের শুটার।চার্জিংয়ের জন্য রয়েছে ৫,০৬৫ মেগাহার্জের একটি অধিক ক্ষমতার ব্যাটারি পরিষেবা। যা ৬৭ ওয়াট দ্রুত চার্জিংকে সমর্থন করে।

বিডি প্রেসরিলিস / ৩১ মে ২০২১ /এমএম  


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫