Follow us

নকিয়া ফিচার ফোন এক চার্জে চলবে ২৪ দিন

 

নিজস্ব প্রতিবেদক :: নতুন দুই ফিচার ফোন আনল এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। এগুলো হলো নকিয়া ১২৫ এবং নকিয়া ১৫০ ২০২০ এডিশন। এই ফিচার ফোন দুটি ডুয়েল সিম সাপোর্টের সাথে এসেছে। এছাড়াও কোম্পানি দাবি করেছে ফোন দুটি ২৩.৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাবে।

ভারতে নকিয়া ১২৫ ফোন বিক্রি হচ্ছে ২০০০ রুপি। এতে ৪ এমবি র‌্যাম ও ৪ এমবি স্টোরেজ পাবেন। অন্যদিকে নকিয়া ১৫০ ২০২০ এডিশনের দাম ২,২৯৯ রুপি। এই ফোন দুটি ২৫ আগস্ট থেকে নকিয়া ডটকম ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। নকিয়া ১২৫ ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। আবার লাল ও কালো রঙে পাওয়া যাবে নকিয়া ১৫০ ২০২০ এডিশন।

নকিয়া ১২৫ ফোনটি ২.৪ ইঞ্চির কিউভিজিএ কালার ডিসপ্লের সাথে এসেছে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ৪ এমবি। আবার ৪ এমবি র‌্যাম আছে। ফোনটি সিরিজ ৩০ প্লাস সফটওয়্যারে চলবে। এই ফোনে নকিয়ার স্নেক গেম সহ পুরানো সমস্ত গেম আছে।

ক্যামেরার কথা বললে এতে এলইডি ফ্ল্যাশের সাথে ভিজিএ ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এই ফোনে পাবেন ১,০২০ এমএএইচ ব্যাটারি, যা ১৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। চার্জের জন্য দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। নোকিয়া ১২৫ ফোনে এফএম রেডিও দেওয়া হয়েছে। আবার পাবেন ৩.৫ এমএম হেডফোন জ্যাক।

নকিয়া ১৫০ ২০২০ এডিশনের ফিচার ফোনে ২.৪ ইঞ্চির কিউজিজিএ কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের প্রায় সব ফিচার নকিয়া ১২৫ এর মত। যেমন এই ফোনেও ইন্টারনাল স্টোরেজ ৪ এমবি। আবার র‌্যাম ও ৪ এমবি। ফোনটি সিরিজ ৩০ প্লাস সফটওয়্যারে চলবে।

এই ফোনে আপনারা নকিয়ার স্নেক গেম সহ পুরানো সমস্ত গেম আছে। ক্যামেরার কথা বললে এতে এলইডি ফ্ল্যাশের সাথে ভিজিএ ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এই ফোনে পাবেন ১,০২০ এমএএইচ ব্যাটারি, যা ১৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। চার্জের জন্য দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। তবে এর সাথে যা যুক্ত করা হয়েছে তা হল, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে এমপি৩ প্লেয়ারের সাথে ব্লুটুথ আছে।

বিডি প্রেসরিলিস / ২৬ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫