নিজস্ব প্রতিবেদক :: দুর্দান্ত ফিচারে নতুন ৫জি স্মার্টফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২৩ ৫জি। স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ সহ বৈশিষ্ট্য রয়েছে। ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট।গত মাসে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করেছে নতুন এই মডেল।
মিডরেঞ্জের এই ফোনে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে। ফোনটি মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে আত্মপ্রকাশ করেছে।অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে থাকছে ভিভোর ফানটাচ ১২ ইউজার ইন্টারফেস।ডিভাইসে রয়েছে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে।
ছবি ও ভিডিওর জন্য থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে একটি এফ/১.৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল শ্যুটার দিয়েছে কোম্পানি। সঙ্গে পাবেন আরও একটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে, ফোনটির সামনে একটি ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দিয়েছে কোম্পানি।
বিডি প্রেসরিলিস / ০২ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on মে ১০th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫