নিজস্ব প্রতিবেদক :: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন ১ আগস্ট তারিখ দিনাজপুর জেলার সুবিধাবঞ্চিত ও পক্ষাখাতগ্রস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।
লংকাবাংলা ফাইন্যান্স ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নে বিশ্বাসী। এই ধারাবাহিকতায় আর্থিক প্রতিষ্ঠানটি দিনাজপুর জেলার ১০০ জন পক্ষাখাতগ্রস্থ দরিদ্র মানুষকে হুইল চেয়ার বিতরণ করে।হুইল চেয়ার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নুল আবেদীন।
এছাড়া, উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব খাজা শাহরিয়ার; মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ; হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস (জিআইএস) মোহাম্মদ হাবিব হায়দার; হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) জনাব মো. জাহাঙ্গীর হোসেন এবং হেড অব ব্র্যাঞ্চ, দিনাজপুর মো. মাজহারুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সহকর্মীবৃন্দ। এই হুইল চেয়ার বিতরণ কর্মসূচীর সার্বিক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন জনাব ফজলে রাব্বি।
হুইল চেয়ার বিতরণ প্রসঙ্গে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন, সব প্রতিষ্ঠানেরই উচিত দেশের এইসকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাতে করে আর্থিক ও সামাজিকভাবে এই মানুষগুলো এগিয়ে যেতে পারে।
বিডি প্রেস রিলিস / ০২ আগস্ট ২০১৯ /এমএম
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫