Follow us

দারাজ নিয়ে এল ‘হ্যাপি শপিং’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক :: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মত আয়োজন করেছে হ্যাপি শপিং ২০১৯ ক্যাম্পেইন। ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় দারাজে থাকবে বিশাল ডিসকাউন্টে লাখ লাখ পণ্য, সাথে আরও থাকবে আই লাভ ভাউচার, শেক শেক ভাউচার, হ্যাপি আওয়ার, ১ টাকা গেম, গ্লোবাল প্রোডাক্ট সেল ও ৯৯ টাকা ডিলের মতন আকর্ষণীয় সব অফার। বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্ট ইলেভেন ইলেভেন (১১.১১) এর পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু ঝলক।

অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অ্যালকাটেল থ্রি ফোন, যা লঞ্চ হয় ৮ অক্টোবর এবং এটি পাওয়া যাবে শুধুমাত্র দারাজে। হ্যাপি শপিং ক্যাম্পেইনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা উপলক্ষ্যে ১২,৯৯৯ টাকার প্রিমিয়াম ডিজাইনের অ্যালকাটেল থ্রি ফোনটি পাওয়া যাবে মাত্র ১১,২৯০ টাকায়।

থাকছে ১ টাকা গেমের মাধ্যমে মাত্র ১ টাকায় স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ যেখানে থাকবে অ্যালকাটেল থ্রি, নোকিয়া ৩.২ এবং সিম্ফোনি ভি ৭৫ এর মতন আকর্ষণীয় তিনটি মডেল। এছাড়াও ১১ ও ১২ অক্টোবরে ১০০ টাকার উপরে পণ্য কিনলে থাকছে নতুন কাস্টমারদের জন্য ফ্রি ডেলিভারি এবং ১৫ অক্টোবর ১০০ টাকার উপর পণ্য কিনলে থাকছে সবার জন্য ফ্রি ডেলিভারি।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ (daraz.com.bd) অফার করছে ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই থাকবে একেকটি ব্যাংক ডিসকাউন্ট অফার। ধারাবাহিক ভাবে ৬টি ব্যাংকের কার্ডের মাধ্যম কেনাকাটা করলে থাকছে ১০% সেভিং এর সুবিধা (সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত)। ব্যাংকগুলো হলো- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইউসিবি ব্যাংক। এছাড়াও ৩১ অক্টোবর পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% (প্রতি ক্রেতা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত) বিকাশ ক্যাশব্যাক সুবিধা।

বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪