Follow us

তিতাসের বিল বিকাশে

নিজস্ব প্রতিবেদক ::  এখন থেকে তিতাস গ্যাসের আবাসিক সংযোগের বিল বিকাশে পরিশোধ করা যাবে।মাসিক বিলভিত্তিক এবং মিটার ব্যবহারকারী উভয় গ্রাহকই বিল পরিশোধ করতে পারবেন বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকাসহ আশেপাশের ১১টি জেলার তিতাস গ্যাসের প্রায় ২৯ লাখ আবাসিক গ্রাহক এখন ব্যাংকে না গিয়ে বিকাশ অ্যাপ দিয়েই সহজে বিল পরিশোধ করতে পারবেন।

বিল দেওয়ার নিয়ম

বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে গ্যাস নির্বাচন করতে হবে।যারা মাসিক হারে বিল পরিশোধ করেন তারা নন-মিটারড নির্বাচন করবেন। এরপর মাস নির্বাচন করতে হবে। এরপর কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।

গ্রাহক চাইলে একসাথে ১২ মাস পর্যন্ত একবারে নির্বাচন করে বকেয়া বিল পরিশোধের সুযোগ পারবেন।আর মিটারড গ্রাহকরা মিটারড নির্বাচন করার পর তিতাস কাস্টমার নম্বর এবং ইনভয়েস নম্বর দেবেন। পরের ধাপে টাকার পরিমাণ ও বিকাশ পিন দিয়ে বিল দেওয়া সম্পন্ন করতে পারবেন।

বিলের পরিমাণের সঙ্গে ১ শতাংশ হারে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।বিল দেওয়ার পর গ্রাহক ডিজিটাল রিসিট পেয়ে যাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন।

বিকাশ জানিয়েছে, নিজের সুবিধার জন্য গ্রাহক গ্যাস অ্যাকাউন্টের তথ্যও বিকাশ অ্যাপে সেভ করে রাখতে পারবেন, যা পরে বিল দেওয়া সহজ করবে।

তবে উৎসে আয়কর কর্তন হয়, এমন মিটার ব্যবহারকারী গ্রাহকরা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই বিল পরিশোধ সেবা ব্যবহার করতে পারবেন না।

বর্তমানে জালালাবাদ, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল গ্যাসের বিলও বিকাশে পরিশোধ করা যায়। এছাড়া সারাদেশের সব ধরনের বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করা যায়।

বিডি প্রেসরিলিস /০৫ নভেম্বর ২০২০ /এমএম  


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪