Follow us

ডেঙ্গু প্রতিরোধ-সচেতনতায় ‘স্টপ ডেঙ্গু’ অ্যাপ চালু

 

নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা ও ফরিদপুরে দু’জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬০ জন। এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় ‘স্টপ ডেঙ্গু’ নামে একটি অ্যাপ চালু করেছে পরিচ্ছন্ন বাংলাদেশ নামের একটি সংগঠন।

শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইল স্কাউট ভবনে ৩টি মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি করপোরেশন ও এটুআইসহ ৯টি প্রতিষ্ঠানের সমন্বয়ে এক সমঝোতা চুক্তি সাক্ষরের মাধ্যমে চালু করা হয় অ্যাপটি।এতে রয়েছে স্বাস্থ্য, স্থানীয় সরকার ও দুর্যোগ মন্ত্রণলায়।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হবে দশজনের একটি টিম। এর মাধ্যমে চালানো হবে চিরুনী অভিযান।তিনি বলেন, দিন-মাস প্রতিরোধ করলে হবে না, প্রতিদিনই প্রতিরোধ করতে হবে, প্রতিদিনই সচেতন থাকতে হবে।এদিকে, দীর্ঘ মেয়াদী সুফল পেতে বছরব্যাপী কাজ করার উপর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, আমাদের লেক-খালগুলো বিভিন্নিভাবে পরিত্যক্ত হয়ে আছে, সেগুলো আবর্জনা ফেলার এলাকা হিসেবে পরিণত হয়েছে। সবাই মিলে সচেতন হয়ে এসব বিষয়গুলো সমাধান করতে না পারলে কোনো মশাই যাবে না।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, শুধু মহানগরগুলোতে টার্গেট নিলে হবে না, ৬৪ জেলা থেকেই ডেঙ্গু রোগে আক্রান্তের খবর পাচ্ছি, এবং মৃত্যুর খবর পাচ্ছি, তাই সারা দেশটাকেই টার্গেট করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।

বিডি প্রেসরিলিস / ১৮ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫