নিজস্ব প্রতিবেদক :: ডায়মন্ড কাটিং ডিজাইনে হোন্ডা আনল নতুন ট্যুরিং বাইক। মডেল সিবি৫০০এক্স। এটি লং ট্যুরের জন্য আদর্শ বাইক। বিশেষ করে যারা অ্যাডভেঞ্জার পছন্দ করেন তাদের জন্য।লাল, গান পাউডার কালো রঙে পাওয়া যাবে এই বাইক। ভারতের বিক্রি হচ্ছে ৬ লাখ ৮৭ হাজার ৩৮৬ রুপিতে।
প্রিমিয়াম সেগমেন্টের এই বাইকের ডিজাইন মনোলোভো। বাইকটিতে রয়েছে ফুল এলইডি লাইট। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮১ মিলিমিটার।৪৭১ সিসির ইঞ্জিনের এই বাইকে ৮ ভালব ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে প্যারালাল টুইন সিলিন্ডার।৪৭ বিএইচপিতে ৮,৫০০ আরপিএম এবং ৪৩.২ এনএম উৎপন্ন করে ঝড়ের গতিতে ছুটে যাবে হোন্ডার নতুন বাইক।এই বাইকে থাকছে স্লিপার ক্ল্যাচ। নিরাত্তার জন্য রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম।
বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২১ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫