Follow us

টানা চতুর্থবার ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং পেল ওয়ালটন হাই-টেক

নিজস্ব প্রতিবেদক :: টানা চতুর্থবার সম্মানজনক দীর্ঘমেয়াদি ‘ট্রিপল এ’ রেটিং এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে ওয়ালটন-হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।একমাত্র বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন এ কৃতিত্ব অর্জন করে আসছে।উল্লেখ্য, ‘ট্রিপল এ’ হলো কোনো প্রতিষ্ঠানের ক্রেডিটের সর্বোচ্চ রেটিং। যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ সক্ষমতা নির্দেশ করে এবং ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে ঝুঁকি সর্বনিম্ন থাকে।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) আবুল বাশার হাওলাদার জানান, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) প্রতিবেদন অনুযায়ী ওয়ালটন ‘ট্রিপল এ’ এবং ‘এসটি-১’ পেয়েছে। এর আগে ২০১৮-১৯, ২০১৭-১৮ এবং ২০১৬-১৭ অর্থবছরে ‘ট্রিপল এ’ রেটিং পায় দেশের ইলেকট্রনিক্স বাজারের শীর্ষ এই প্রতিষ্ঠান। ২০১৫ অর্থবছর থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক বিবরণীসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে প্রতিষ্ঠানটিকে এই রেটিং দিয়েছে ইসিআরএল।

তিনি বলেন, ক্রেডিটের সর্বোচ্চ এই ‘ট্রিপল এ’ রেটিং প্রতিষ্ঠানের সমৃদ্ধিকে নির্দেশ করে। যার মূলে রয়েছে অভিজ্ঞ পরিচালনা পর্ষদ, আর্থিক অঙ্গীকার পূরণের সক্ষমতা, মানসম্মত পণ্য উৎপাদন ও সেবা ব্যবস্থাপনা, সর্বোচ্চ মানের মূলধন ব্যবস্থাপনা এবং শক্তিশালী মূলধনের বিপরীতে ঝুঁকিযুক্ত সম্পদের অনুপাত, সগঠিত ব্যবস্থাপনা পর্ষদ, দক্ষতা ইত্যাদি।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক এবং রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান। ক্রেতা-বিক্রেতা, বিনিয়োগকারী সবার কাছে ওয়ালটন বিশ্বস্ত নাম। টানা চতুর্থবার ক্রেডিটের সর্বোচ্চ রেটিং ‘ট্রিপল এ’ প্রাপ্তিই এর প্রমাণ। এর অর্থ ওয়ালটন তার অংশীদারদের দেয়া প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে রক্ষা করে। ওয়ালটনের প্রতি বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতা এবং বিনিয়োগকারী আস্থা রেখেছেন। যার ফলে এ অর্জন সম্ভব হয়েছে। আমাদের বিশ্বাস তাদের ভালোবাসা ও সহযোগিতায় ওয়ালটন শুধু বাংলাদেশ নয়, বরং খুব শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানের মর্যাদায় আসীন হতে পারবে।

বিডি প্রেসরিলিস /০৬ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪