নিজস্ব প্রতিবেদক :: জ্বালানি সাশ্রয়ী নতুন মোটরবাইক আনল টিভিএস। মডেল টিভিএস স্পোট। এটি ১০৭ সিসির ইঞ্জিনের। বাইকটির মাইলেজ দুর্দান্ত। প্রতি লিটার পেট্রলে এটি ছুটবে ৯৫ কিমি। এর ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে ১০ লিটার। সেই হিসেবে একবার ফুল ট্যাঙ্ক তেল ভরলে বাইকটি ছুটবে ৯৫০ কিমি। এই চড়া বাজার দরের সময়ে দারুণ মাইলেজ দেওয়া বাইকটি যথেষ্ট ভালো অপশন বলেই মনে করছেন অনেকে।
বাইকটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড স্পার্ক ইগনিশন ইঞ্জিন। এটি একটি ১০৭ সিসির বাইক। যারা ‘তেল খাবে কম, ছুটবে বেশি’ এমন বাইক খুঁজছেন, তাদের জন্য এই বাইকটি আদর্শ। সবুজ, লাল, নীল, সাদা এই চারটির মধ্যে যে কোনও রঙ-এ এই বাইক কেনা যেতে পারে।
বিডি প্রেসরিলিস /০৪ জুলাই ২০২১ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫