Follow us

ছয় মাসে ব্র্যাক ব্যাংকের আমানত বেড়েছে ১৮%

 

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের প্রথম ছয় মাসে ২৪ হাজার ৪১৭ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বেশি।সোমবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০১৯ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। তাতে আমান বাড়ার এই তথ্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত হয়।সেলিম আর এফ হোসেন বলেন, সলো ভিত্তিতেজানুয়ারি-জুন সময়ে গ্রাহক ডিপোজিট গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ হাজার ৭৩৭ কোটি টাকা থেকে ২৪ হাজার ৪১৭ কোটি টাকা হয়েছে। ঋণ বিতরণের পরিমাণ ১৬ শতাংশ বেড়ে ২১ হাজার ৭২০ কোটি টাকা থেকে ২৫ হাজার ১২৪ কোটি টাকা হয়েছে।

রাজস্বের পরিমাণ বেড়েছে ১৪ শতাংশ। ৯১৯ কোটি টাকা থেকে ১ হাজার ৫১ কোটি টাকা হয়েছে। খেলাপি ঋণ ৩ দশমিক ৩ শতাংশ থেকে ৩ দশমিক ৭ শতাংশ হয়েছে।কর পূর্ববর্তী মুনাফা ১৬ শতাংশ বেড়ে হয়েছে ৪২৭ কোটি টাকা।কর পরবর্তী মুনাফা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২৫৫ কোটি টাকা থেকে ২৫৬ কোটি টাকা হয়েছে।এই ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা।

সুশাসন, গ্রাহক অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি ও ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি খেলাপি ঋণ কমাতে সাহায্য করেছে বলে জানান সেলিম আর এফ হোসেন।অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, ট্রেজারি ও এফআইএস বিভাগের প্রধান শাহীন ইকবাল এবং ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াসির আরিফিন বক্তব্য রাখেন।সেলিম আর. এফ. হোসেন বলেন, “আমাদের অগ্রাধিকার হচ্ছে তারল্য বৃদ্ধি করা ও মানি মার্কেটের ওপর নির্ভরশীলতা হ্রাস করা। যা আমরা অর্জন করতে পেরেছি। ডিজিটাইলেশন ট্রানফরমেশন স্ট্র্যাটেজিতে আরও গতিশীলতা আনা হয়েছে।”

“নতুন ইনোভেশন চালু করা হয়েছে। অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে। ব্যাংকটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে।”

বিডি প্রেস রিলিস / ৩০ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪