Follow us

চীনে বিস্তৃত হচ্ছে ইবিএল কার্যক্রম

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ২৯ সেপ্টেম্বর চীনের গুয়াংঝুতে তাদের প্রতিনিধি অফিস উদ্বোধন করছে। ইবিএলই বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান যারা চীনে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে সম্ভাব্য সুযোগ কাজে লাগানো এবং ক্রমবর্ধমান বাংলাদেশ-চীন বাণিজ্যে অবদান রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।হংকং এবং মিয়ানমাররের পর দেশের বাইরে এটি ইবিএলর তৃতীয় অফিস।

২০১৩ সালে হংকংয়ে নিজস্ব ফাইন্যান্স কোম্পানি-ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড চালুর মাধ্যমে ইবিএল বিদেশে তাদের কার্যক্রম শুরু করে। পেশাদার এবং দক্ষ ব্যবস্থাপনা কাজে লাগিয়ে ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড সফলভাবে কার্যক্রম পরিচালনা ও নিয়মিতভাবে মুনাফা অর্জনে সমর্থ হয়েছে। প্রাথমিকভাবে মাত্র ১৪.৭৮ মিলিয়ন টাকা মূলধন নিয়ে কার্যক্রম শুরু করলেও ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির অর্জিত মোট মুনাফার পরিমাণ প্রায় ৪২৫ মিলিয়ন টাকা। অর্জিত মুনাফা থেকে ইতোমধ্যে ২৩৫ মিলিয়ন টাকা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। সম্পদ ও রাজস্ব আয়ের হিসেবে ইবিএল ফাইন্যান্স (এইচকে) হংকংয়ে কার্যরত বৃহত্তম বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠান।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এই প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক ব্যবসা ও ট্রেড ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে শক্তিশালী অবস্থানের জন্য আমরা বিশেষভাবে পরিচিত। আমাদের সক্ষমতার মূলে রয়েছে প্রশংসনীয় ক্রেডিট ওয়ার্দিনেস (ক্রেডিট যোগ্যতা), করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ব বাজারের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আমরা মনে করি যে, আন্তর্জাতিক ব্যবসা ও ট্রেড ফাইন্যান্সিংয়ে নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ইবিএল বাংলাদেশ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।’

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী নেতৃস্থানীয় বিভিন্ন চীনা ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইস্টার্ণ ব্যাংকের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শীর্ষস্থানীয় চীনা ব্যাংক যেমন ব্যাংক অব চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্সিয়াল ব্যাংক অব চায়না, এগ্রিকালচার ব্যাংক অব চায়নাসহ অন্যান্যদের সঙ্গে ইবিএল কাজ করে আসছে।

ইবিএল সম্প্রতি চায়না ইউনিয়ন পের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং চায়না থেকে উৎপত্তি লাভকারী ব্যবসায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে ‘চীনা ডেস্ক’ চালু করা হয়েছে। বাংলাদেশে চীনা দূতাবাস তাদের ব্যাংকিংয়ের জন্য ইবিএলকে বেছে নিয়েছে। ইস্টার্ণ ব্যাংকের মাধ্যমের দূতাবাস চীনা ভিসা ফি সংগ্রহ করছে। চীনা কারেন্সিতে এলসি ব্যবসার জন্য ইবিএল আরএমবি একাউন্ট (ব্যাংক অব চায়নার সঙ্গে চীনা কারেন্সিতে ‘নসট্রো’ একাউন্ট) চালু করেছে। বাংলাদেশের মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন শীর্ষস্থানীয় চীনা কর্পোরেট প্রতিষ্ঠান যেমন পাওয়ার চায়না, সিএন টেক্, চায়না রেলওয়ে, সিএমইসি এবং হিউম্যান প্রিন্টিংয়ের সঙ্গেও কাজ করছে ইবিএল।চীন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ট্রেডিং পার্টনার। ২০১৭-২০১৮ অর্থ বছরে দ্বিপাক্ষিক ট্রেডের পরিমাণ ছিল ১২.৪ বিলিয়ন মার্কিন ডলার।অর্থনীতিবিদদের মতে, ২০২১ সাল নাগাদ এটির পরিমাণ ১৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪