নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পী তাহসিনা হাফেজের একক তৈলচিত্র প্রদর্শনী। ১৭ ডিসেম্বর প্রদর্শনীটির উদ্বোধন করেন শিল্পী এ কে এম কাইয়ুম ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
শিল্পী তাহসিনা হাফেজ তৈলচিত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মানুষের জীবনের আনন্দের ও ভালোবাসার মুহূর্তগুলোকে প্রকাশ করেছেন। জয়নুল গ্যালারিতে এক এক করে সাজানো আছে প্রায় ৩০ টির মতো চিত্রশিল্প। নারীসত্ত্বাকে বেশি প্রাধান্য দিয়ে তাহসিনা হাফেজ চিত্রগুলোকে সাজিয়েছেন। তিনি বলেন, ‘নারীরা সবসময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যায়। তবুও তারা চায় সবকিছু সুন্দর হয়ে উঠুক। নারীরা ধ্বংস করতে চায় না, গড়তে চায়। তাই আমি আমার চিত্রে নারীসত্ত্বা ও ধৈর্যকে প্রাধান্য দিয়েছি।’শিল্পী তার চিত্রে নারীর কর্মের বিভিন্ন অংশের উপস্থাপন করেছেন। নারী ও পুরুষের সম্পর্ক যে একে অপরের পরিপূরক, সেটি বর্ণনা করেছেন চিত্রে।
শিল্পী সম্পর্কে
তাহসিনা হাফেজ ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতেন। তার পিতা একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাহসিনা হাফেজ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে চিত্রশিল্পের মাধ্যমে বর্ণনা করতে ভালোবাসেন। চিত্রশিল্পী ভ্যানগগের প্রভাব পাওয়া যায় তার চিত্রে।
চিত্রপ্রদর্শনীটি চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।
বিডি প্রেসরিলিস / ১৮ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫