নিজস্ব প্রতিবেদক :: ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ থেকে ল্যাপটপ বা কম্পিউটার কিনলে নিশ্চিত উপহার। সঙ্গে আছে আরো অনেক অফার। শুধু ল্যাপটপ বা কম্পিউটার নয়, আইডিবিতে মেলা চলাকালীণ সময়ে যে কোনো প্রযুক্তি পণ্যে রয়েছে উপহার। আরো রয়েছে র্যাফেল ড্র। ঘুরতে আসলেও রয়েছে নানা ধরনের আয়োজনে অংশগ্রহনের সুযোগ। কুইজ কিংবা মেলাতে আয়োজনগুলোতে অংশ নিলে মিলছে নানা ধরনের উপহার।
আজ চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এর ৭ম দিন। মেলার বাকি আর ৩দিন। ১০ দিনের এই মেলা শুরু হয়েছে ২৯ ডিসেম্বর ২০২২ মেট্রোরেল চালুর পরের দিন। বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা প্রতিদিনের মতো আজও ১০টায় শুরু হয়েছে আর শেষ হবে রাত ৮টায়। রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
মেলাতে প্যাভিলন ও স্টলের ক্রেতাদের বেশ সমাগম শীত উপেক্ষা করে। এছাড়া মেলাতে রয়েছে গেমিং কম্পিটিশন। ভিআরএ খেলা যাবে গেমগুলো। আরো রয়েছে পিঠার স্টল। নানা ধরনের পিঠা নিয়ে বসা এই স্টলে শীতকালীন পিঠা মিলছে। ল্যাপটপ কম্পিউটার কিনে নিদিষ্ট ব্র্যান্ডের প্যাভিলন থেকে গ্রহন করতে হচ্ছে উপহার। এছাড়া প্যাভিলন ও স্টলে গেলে পাওয়া যাচ্ছে নানা ধরনের তথ্য। শীতের মধ্যে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এ প্রতিদিনের মতো সকাল থেকেই নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে শিক্ষার্থীদের আগমনে জমজমাট মেলা প্রাঙণ। প্যাভিলন, স্টল এবং মার্কেটে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পরিবেশ।
‘মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে’ বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য রয়েছে সকল পণ্যের উপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।
আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলন রয়েছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে রয়েছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন।
বিডি প্রেসরিলিস / ০৪ জানুয়ারি ২০২৩ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫