Follow us

গ্রী এয়ার কুলারের নতুন সিরিজ টাওয়ার কুলার

নিজস্ব প্রতিবেদক ::  দেশের বাজারে আসছে গ্রী ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির টাওয়ার সিরিজের নতুন এয়ার কুলার।শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রী এয়ার কুলারের পূর্বের সকল মডেলসমূহের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব আরও একটি সিরিজ টাওয়ার এয়ার কুলারের বাজারজাতকরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ইলেক্ট্রো মার্টের সকল রিটেইল শোরুম, ডিস্ট্রিবিউটর শোরুম এবং অনলাইনে পাওয়া যাবে। ইতোমধ্যে এই সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মাট এই অত্যাধুনিক সিরিজ বাজারজাত শুরু করেছে।

এই সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ হলো- চার ধাপে স্বয়ংক্রিয়ভাবে বাতাস প্রবাহ করতে সক্ষম। তিনটি পর্যায় যেমন- জেনারেল, ন্যাচারাল এবং স্লিপ মোডে চলতে সক্ষম। ১৬ ঘণ্টা সময় নির্ধারণ, হিউমিডিটি কন্ট্রোল বা আর্দ্রতা নিয়ন্ত্রণ, বাতাসকে সবদিক ছড়িয়ে দেওয়ার জন্য রয়েছে মুভিং অপশন এবং এয়ার ফিল্টার প্রযুক্তি।ইলেক্ট্রো মার্ট লিমিটেড বিশ্বাস করে এই সকল বৈশিষ্ট্য সম্বলিত গ্রী টাওয়ার এয়ার কুলারের নতুন সিরিজ দেশের সকল ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে।

এই নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি ইলেক্ট্রো মার্ট লিমিটেডের কর্পোরেট অফিসে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরূল আমিন ফারুক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুচ্ছাফা মজুমদার বাবু ও মো. নুরুল আফসার, পরিচালক নুরূল আজিম সানি, মহাব্যবস্থাপক মাহমুদ উন-নবী চৌধুরী, ন্যাশনাল বিপণন ব্যবস্থাপক সরওয়ার জাহান চৌধুরী, সিনিয়র ম্যানেজার জুলহক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

বিডি প্রেসরিলিস / ১৮ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫