Follow us

গোল্ডেন হার্ভেস্ট ও আইএফসি’র যৌথ বিনিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক :: গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড (জিএইচআইএল) এবং গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের (জিএইচএফএল) মালিকানাধীন নতুন প্রাইভেট কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে একটি বিশ্বমানের কোল্ড স্টোরেজ এবং লজিস্টিকস নেটওয়ার্ক স্থাপনের জন্য যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে। আইএফসি’র ঢাকা অফিসে গত ২৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশে সমন্বিত কোল্ড চেইন এবং তাপনিয়ন্ত্রিত লজিস্টিক সরবরাহের ক্ষেত্রে এটিই সর্বপ্রথম প্রতিষ্ঠান। গোল্ডেন হার্ভেস্টের ৭০ শতাংশ এবং আইএফসি’র ৩০ শতাংশ বিনিয়োগে ২২ মিলিয়ন মার্কিন ডলারের এই পাইলট প্রকল্পে দেশের ১২টি স্থান থেকে তাপনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণ এবং পরিবহন সেবা প্রদান করা হবে।
বাংলাদেশে কোল্ড চেইনে অগ্রণী এই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের পচনশীল পণ্য যেমন ফার্মাসিউটিক্যাল, ফ্রোজেন ফুড, দুগ্ধ ও মাংস, ফলমূল, সবজি, বেকারি ও কনফেকশনারি এবং আইসক্রিম ইত্যাদির উন্নতমানের সংরক্ষণ এবং তাপনিয়ন্ত্রিত পরিবহনসেবা প্রদান করা হবে। সেবাসমূহের মধ্যে থাকবে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি সংরক্ষণ, বাল্ক ট্রান্সপোর্ট, ক্রস-ডকিং, লাস্ট-মাইল ডেলিভারি, ড্রপ শিপিং ইনেবলার এবং পণ্য সম্পর্কিত বিশেষায়িত চাহিদাভিত্তিক সেবা।

দেশের লজিস্টিকস অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি কোল্ড চেইন বাংলাদেশ এই উদ্যোগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, পরিবহন ক্ষতি হ্রাস এবং সরবরাহকৃত পণ্যের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। আমদানি-রফতানি কার্যক্রমে বাড়তি সুবিধা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন শিল্পে প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা প্রদান করে দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটি প্রত্যক্ষ অবদান রাখবে।

এই প্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের চেয়ারম্যান রাজীব সামদানী বলেন, বিগত প্রায় এক দশক ধরে আমাদের প্রস্তুতকৃত ফ্রোজেন ফুড এবং আইসক্রিমের নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি একটি কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরি করা এবং সেটি চালিয়ে যাওয়া কতটা কঠিন। প্রত্যেকটি দেশের জন্যই এই ধরনের অবকাঠামো অতি প্রয়োজনীয় এবং উন্নয়নশীল দেশের ক্ষেত্রে একেবারে আবশ্যক। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এই ব্যবস্থা অনেকদিন ধরে থাকলেও বাংলাদেশে এই ব্যবস্থা একেবারেই অপ্রতুল। এ অবস্থাই আসলে আমাদের বিশ্বমানের কোল্ড স্টোরেজ অবকাঠামো স্থাপনে উদ্বুদ্ধ করেছে যা দেশীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। ভোক্তাদের সুবিধা প্রদান এবং সেরা সেবা নিশ্চিত করার স্বার্থে আমরা এমন একটা অবকাঠামো তৈরি করছি যা একই সাথে প্রযুক্তিনির্ভর, স্বয়ংক্রিয় এবং নমনীয়। তথ্যপ্রযুক্তি সেক্টরের নিবিড় সম্পৃক্ততা এবং সর্বাধুনিক ও কার্যকরী সফটওয়্যারের ব্যবহার আমাদের সুযোগ সুবিধা এবং সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, এই কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক আমাদের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখতে যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪