Follow us

গুলশানে লিক্সিলের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু

 

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার গুলশানে জাপানি স্যানিটারি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিক্সিলের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়েছে গত শনিবার। বাংলাদেশে লিক্সিল পণ্যের একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান তিলোত্তমা বাংলা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মুবাশ্বের হুসেইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্কএশিয়া প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ডিন প্রফেসর আবু সায়্যিদ এম আহমেদ। আরও উপস্থিত ছিলেন তিলোত্তমা বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহরিয়ার সাজ্জাদ, এবং লিক্সিল ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে মনজুরুল হক ও সারওয়ার এইচ সামীরসহ শীর্ষ নেতৃবৃন্দ।

লিক্সিল, বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি যা বর্তমানে ১৫০টি দেশে সর্বোমোট ৫৫,০০০ কর্মচারী নিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে । গ্রহি, আমেরিকান স্ট্যান্ডার্ড ও আইন্যাক্স-এর মত শীর্ষ ব্র্যান্ডগুলোকে অধিগ্রহণ করে লিক্সিল গ্রুপ আন্তর্জাতিকভাবে আরও বেশি বিস্তৃত লাভ করেছে। লিক্সিল প্রতিদিন এক বিলিয়নের বেশি মানুষকে সেবা দিয়ে থাকে।

উদ্বোধনী বক্তব্যে তিলোত্তমা বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ স্যানিটারি ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান লিক্সিল। নান্দনিক ডিজাইন আর দীর্ঘস্থায়ী লিক্সিল পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে তিলোত্তমা বাংলা গ্রুপ । আমাদের নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম তৈরি হলো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মুবাশ্বের হুসেইন, আর্কএশিয়া প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ডিন প্রফেসর আবু সায়্যিদ এম আহমেদ।তিলোত্তমা বাংলা গ্রুপ বাংলাদেশে লিক্সিল গ্রুপের একমাত্র পরিবেশক। ক্রেতারা এখান থেকে সরাসরি এক্সক্লুসিভ ডিসপ্লের মাধ্যমে বেছে নিতে পারবেন লিক্সিলের আকর্ষণীয় ও মনোরম ডিজাইনের স্যানিটারি ওয়্যার।

বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০২১ /এমএম    


LATEST POSTS
দেশের বাজারে ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা

Posted on মে ১৪th, ২০২৪

কোয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

Posted on মে ৫th, ২০২৪

বাজারে এলো ওয়ান্ডার’র নতুন দুটি কেক

Posted on মে ৫th, ২০২৪

রুচি বারবিকিউ চানাচুরের জমজমাট মিম ফেস্ট

Posted on মে ৫th, ২০২৪

বঙ্গ’র স্টিকার সাকিবের ব্যাটে

Posted on মে ৫th, ২০২৪

শুরু হল জিপি এক্সিলারেটর বুটক্যাম্প

Posted on এপ্রিল ২৯th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪