নিজস্ব প্রতিবেদক :: ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ইয়োলো তাদের নতুন আউটলেট চালু করলো খুলনায়। গত মঙ্গলবার খুলনার সোনাডাঙ্গা মজিদ সরণিতে ১৬তম আউটলেটটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো ইয়েলোর হেড অব রিটেইল অপারেশনস হাদি এস.এ চৌধুরী, মার্কেটিং ম্যানেজার রায়হান কবির, অপারেশনস ম্যানেজার শাহরিয়ান আহমেদ ও সুমিত তরফদার।
হাদি এস এ চৌধুরী জানান, খুলনার ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উম্মোচিত হলো। ঢাকার মতো এই স্টোরে মিলবে একদম নতুন কালেকশন। সেই সঙ্গে ইয়োলোর সবধরনের সুযোগ সুবিধাও পাওয়া যাবে। মজিদ সরণি কেডিএ জামে মসজিদের ঠিক বিপরীত পাশেই আউটলেটটি। তিনতলা জুড়ে ইয়েলো’র ফ্ল্যাগশিপ এই আউটলেটে সব বয়সী ক্রেতাদের জন্য পোশাক ও এক্সেসরিজ পাওয়া যাবে।ঈদের নতুন সব কালেকশন আউটলেটটিতে থাকছে। ইয়োলো আশা করছে এবারের ঈদে তাদের পশ্চিমা লুকের পোশাকগুলো নজর কাড়বে।
বিডি প্রেসরিলিস / ১০ মে ২০২১ /এমএম
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫