Follow us

ক্লেমনের নতুন আয়োজন ‘ক্লেমন লাখপতি কুল অফার’

নিজস্ব প্রতিবেদক :: কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমন তার ভোক্তাদের জন্য নিয়ে এসেছে নতুন আয়োজন ‘ক্লেমন লাখপতি কুল অফার’। প্রতিদিন ক্লেমনের ফেসবুক পেইজে ঘোষণাকৃত পৃথক চারটি ক্যাপের নম্বর মিলিয়ে ভোক্তারা জিতে নিচ্ছেন এক লাখ টাকা। ইতিমধ্যে পাঁচজন ভাগ্যবান বিজয়ী ১ লাখ টাকা করে জিতে নিয়েছেন।

ঘোষণাকৃত নম্বরগুলো সঠিকভাবে মেলানোর পর অংশগ্রহণকারীকে www.clemonlakhpoti.com-এ লগ ইন করে তার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিতে হবে এবং প্রতিটি ক্যাপের ভেতরের দিকের ছবি আপলোড করতে হবে। যারা সফলভাবে নির্দিষ্ট ওই নম্বরগুলো মেলাতে পারবে, প্রতিদিন তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিদিনই একজন ভাগ্যবান বিজয়ী পাচ্ছেন এক লাখ টাকা।

বিজয়ীদের নাম ক্লেমনের ফেসবুক পেইজে (www.facebook.com/clemoncleardrink) প্রকাশ করা হচ্ছে এবং ক্যাম্পেইন চলাকালীন বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হচ্ছে। এ ক্যাম্পেইনটি ৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে।ক্যাম্পেইন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড’র হেড অফ মার্কেটিং মো. মাইদুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ক্লেমন সব সময়ই তার ভোক্তাদের নতুন নতুন অভিজ্ঞতা প্রদান করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় এ বছর আমরা নিয়ে এসেছি ‘ক্লেমন লাখপতি কুল অফার’। ক্যাম্পেইনটি ভোক্তাদের মাঝে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভোক্তাদের জন্য আমাদের এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি প্রেসরিলিস /১৮ অক্টোবর ২০২৩ /এমএম   


LATEST POSTS
ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫

ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫