Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারে ইয়ামাহা বাইক রেন্টাল সার্ভিস ও ইয়ামাহা রাইডারস ক্লাব ট্যুরিস্ট টাচ পয়েন্ট’র উদ্বোধনএসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এসিআই মটরস এর ৫৫টিরও বেশি ইয়ামাহা ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমদ্র সৈকত। যার সৌন্দর্য উপভোগ করতে দেশ ও বিদেশ থেকে প্রতিবছর লক্ষাধিক পর্যটক ভিড় জমায় এই শহরে। পর্যটকদের ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দিতে যাত্রা শুরু করলো রেন্টাল বাইক সার্ভিস। যেখানে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা প্রতিঘণ্টা হিসেবে ভাড়া পরিশোধ করে ইয়ামাহার স্ট্রিট র‌্যালি মডেলের স্কুটার চালাতে পারবে। বাংলা ট্যুরস নামক একটি ট্যুরিস্ট এজেন্সী এই বাইক রেন্টাল সার্ভিসের তত্তাবধায়নে থাকবে।
একই সাথে উদ্বোধন হলো ইয়ামাহা রাইডারস ক্লাব ট্যুরিস্ট টাচ পয়েন্টের। যেখানে শুধুমাত্র ইয়ামাহা বাইক ব্যবহারকারীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল ও ট্যুর প্যাকেজে আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবে। এটির তত্তাবধায়নেও থাকছে বাংলা ট্যুরস।

উদ্বোধনী দিনে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা কক্সবাজার সমদ্র্র সৈকতে বিচ ক্লিনিং কার্যক্রমে অংশগ্রহণ করে। এখানে তারা এসিআই মটরস কর্তৃক সরবারাহকৃত অত্যাধুনিক বিচ ক্লিনিং মেশিনের সাহায্যে বিচ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জনাব সুব্রত রঞ্জন দাস, নির্বাহী পরিচালক, এসিআই মটরস, জনাব জাকির হোসেন, জেনারেল ম্যানেজার, এসিআই মটরস, ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যগণ ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস /২৩ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫