Follow us

এসিআই মটরসের উদ্যোগে ‘প্রি-সিজনাল মিট-২০২০’

 

নিজস্ব প্রতিবেদক ::  দেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রাংশ বাজারজাতকারি প্রতিষ্ঠান এসিআই মটরস আয়োজন করলো ‘প্রি-সিজনাল মিট-২০২০’। সোমবার (২১ সেপ্টেম্বর) এসিআই লিমিটেডের হেড অফিস অবস্থিত এসিআই সেন্টার থেকে অনলাইনে এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

মূলত এসিআই মটরসের পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ব্যবসায়ের দেশব্যাপী ডিলারদের নিয়ে অনলাইন জুম মিটিং এর মাধ্যমে এই কনফারেন্সটি সম্পন্ন হয়। সারাদেশ থেকে প্রায় অর্ধশত এসিআই ডিলার এই সিজনাল মিট এ অংশগ্রহণ করেন।

আসন্ন বোরো ধানের সিজনে এসিআই পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিনের ব্যবসায়ের পরিকল্পনা, পণ্যের মান বর্ধিতকরণ এবং করোনার চ্যালেঞ্জ মাথায় রেখে ২০২০-২১ অর্থ-বছরের ২য় কেন্দ্রিক (কোয়ার্টার) এ কোম্পানিটির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে এই কনফারেন্সটি পরিচালিত হয়।

এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর, সুব্রত রঞ্জন দাস এই কনফারেন্সের প্রধান বক্তা হিসেবে ডিলারদের করোনাকালীন কৃষি যন্ত্রাংশের বাজার বিশ্লেষণ ও আগামী বোরো মৌসুমের ব্যবসায়িক পূর্বাভাস প্রদান করেন। তিনি বলেন, ‘করোনা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো খাদ্য ঝুঁকি কমাতে খাদ্যের রপ্তানি কমাবে, তাই দেশে চাল আমদানিও কমবে এবং দেশীয় চালের বাজার বৃদ্ধি পাবে। ফলে, কৃষকরা ধানের ভালো দাম পাবেন যা বোরো মৌসুমে গিয়ে আরও বৃদ্ধি পাবে। এর ফলে কৃষি যন্ত্রাংশের বাজারও বৃদ্ধি পাবে।”

এছাড়াও উক্ত কনফারেন্সে এসিআই মটরসের ডিরেক্টর-সেলস, আজম আলী সকল ডিলারদের সঠিক কর্ম-পরিকল্পনা প্রদান করেন এবং কৃষকদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসিআই মটরসের পক্ষ থেকে আগামী মৌসুমে নতুন মডেলের পাওয়ার টিলার ও ইঞ্জিন সম্পর্কে এই কনফারেন্সে ডিলারদের ধারনা দেয়া হয় যেখানে উল্ল্যেখযোগ্যভাবে, ৪০ ব্লেডের পাওয়ার টিলার উদ্বোধন করার ঘোষণা দেয়া হয় যা বাংলাদেশে এই প্রথম। ডিলারদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় থেকে করোনা মোকাবেলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. তৌহিদা উক্ত কনফারেন্সে সকলকে এই বিষয়ে সম্যক ধারনা প্রদান করেন।

তাছাড়া উক্ত কনফারেন্সে দেশব্যাপী ছড়িয়ে থাকা সকল ডিলারগণ তাদের করোনাকালীন তাদের ব্যবসায় পরিচালনার ধরন ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী মৌসুমের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিডি প্রেসরিলিস / ২৮ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪