Follow us

এডিবির নতুন প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া

 

নিজস্ব প্রতিবেদক :: আগামী পাঁচ বছরের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানি নাগরিক মাসাতাসুগু আসাকাওয়া। বোর্ড অব গভর্নরের মাধ্যমে সর্বসম্মতভাবে এডিবি’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।আগামী ২০ জানুয়ারি পূর্বসুরী তোহিকো নাকাওয়ের কাছ থেকে দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি।সোমবার দুপুরে এডিবি’র ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এডিবির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হং নাম কি। নতুন প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও আসাকাওয়া শেষ করবেন নাকাওয়ের রেখে যাওয়া মেয়াদ। যা ২০২১ সালের ২২ নভেম্বর শেষ হবে। এই সময়েও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি।

এডিবি জানায়, আন্তর্জাতিক অর্থ ও উন্নয়ন বিকাশের বিষয়ে নতুন প্রেসিডেন্টের বিস্তৃত এবং নানা অভিজ্ঞতা রয়েছে। যা এডিবিকে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশটির দৃষ্টিভঙ্গি অনুসরণে ভালভাবে কাজ করবে।

চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে আসাকাওয়া আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপমন্ত্রীসহ জাপানের অর্থ মন্ত্রণালয়ে একাধিক ঊর্ধ্বতন পদে অধিষ্ঠিত ছিলেন। উন্নয়ন নীতি, বৈদেশিক মুদ্রার বাজার এবং বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক কর নীতির ক্ষেত্রে তার রয়েছে পেশাগত বিরাট অভিজ্ঞতা। যা এডিবির কাজকে আরো সমৃদ্ধ করবে।

২০১৯ এর জি২০ ওসাকা শীর্ষ সম্মেলন এবং জাপানের ফুকুয়োকায় জি২০ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো অসোর কার্যনির্বাহী সহকারী হিসাবে কাজ করেন। আসাকাওয়া অর্থনৈতিক সহযোগিতা ও বিকাশ সংস্থায় ২০১১ সাল থেকে ২০১৬ সাল পযর্ন্ত আর্থিক বিষয়ক কমিটিতে ছিলেন।

বিডি প্রেসরিলিস / ০২ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪