Follow us

এক লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে গ্রামীণফোন-ব্র্যাক

 

নিজস্ব প্রতিবেদক :: ‘ডাকছে আমার দেশ’ নামের যৌথ উদ্যোগে দেশের এক লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের দিনমজুর এবং অতি দরিদ্ররা। তাদের সহায়তার জন্যই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।শুক্রবার অনলাইনে সংবাদ সম্মলনে উদ্যোগটির ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়ভাবে করোনাভাইরাস দুর্যোগের বিরুদ্ধে জয়ী হতে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।দেশের ৬৪ জেলায় নিম্ন আয়ের ২ হাজার ৬৭৫ জন মানুষ নিয়ে ব্র্যাকের পরিচালিত জরিপে নিম্নআয়ের ১৪ শতাংশ পরিবারের বাসায় খাবার নেই বলে উঠে এসেছে। আর এই সময় অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ শতাংশ কাজ হারিয়েছেন কিংবা তাদের কাজের সুযোগ কমেছে বলে জানিয়েছে।

তাদের সহায়তার জন্য গ্রামীণফোন ব্র্যাকের জরুরি খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। যা ব্র্যাককে ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারের কাছে সাহায্য পৌঁছাতে সহায়তা করবে। এ উদ্যোগে প্রতি পরিবারকে দেড় হাজার করে টাকা দেয়া হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিরেক্টর মৌটুসী কবির এবং গ্রামীণফোনের সাসটেইনিবিলিটি প্রজেক্ট লিড এম. হাফিজুর রহমান খান।সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।এছাড়াও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার মাধ্যমে এ উদ্যোগ যুক্ত হওয়া যাবে।

বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪