নিজস্ব প্রতিবেদক :: জার্মানির বার্লিনে আইএফএ ২০২০ টেক ইভেন্টে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রিয়েলমি একাধিক নতুন প্রোডাক্ট ঘোষণা করেছে। যার মধ্যে আছে রিয়েলমি স্মার্ট টিভি ৫৫, বাডস এয়ার প্রো, বাডস ওয়্যারলেস পি।
বাডস এয়ার প্রো হল ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস এবং বাডস ওয়্যারলেস পি হচ্ছে নেকব্যান্ড ইয়ারফোন। যেগুলোতে নয়েস ক্যান্সেলেশন ফিচার আছে। যদিও এদের দাম বা স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। তবে শিগগিরই কোম্পানি এই প্রোডাক্টগুলিকে বিভিন্ন দেশে লঞ্চ করবে।
বার্লিনে আইএফএ ইভেন্টে রিয়েলমি জানায়, তারা ইন্টারনেট অব থিঙ্কস ডিভাইস লঞ্চ করবে। এছাড়াও রিয়েলমি স্মার্ট টিভি, ওয়্যারলেস ইয়ারফোন প্রভৃতির সংখ্যাও বাড়াবে। অর্থাৎ স্পষ্ট যে, রিয়েলমি স্মার্টফোন ছাড়াও শাওমির মত বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আনতে চলছে।
কিছুদিন আগে রিয়েলমি বাডস কিউ ইয়ারবাডস কে ভারতে লঞ্চ করেছিল। এটি কালো, হলুদ ও সাদা রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি ১০ মিমি ড্রাইভার্সের সঙ্গে এসেছে। এটি পানি ও ধুলোবালি রোধী।
বিডি প্রেসরিলিস / ০৬ সেপ্টেম্বর /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫