Follow us

এইচপি প্রোবুক ল্যাপটপে ৩ বছরের ওয়্যারেন্টি

ফুল এইচডি ডিসপ্লে সমৃদ্ধ এবং ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ নতুন ৪টি মডেলের এইচপি ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। এর মধ্যে রয়েছে কোর আই ফাইভ এর ২টি মডেল এবং কোর আই সেভেন এর ২টি মডেল।

এইচপি প্রোবুক ৪৪০ জি৬/ এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৫: ইন্টেল ৮ম জেনারেশন ৮২৬৫ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২৪০০ বাস স্পীডের ৪জিবি ডিডিআর৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। একই কনফিগারেশন এর প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইি এবং ১৫.৬ ইি । যেকোন সাইজেই ল্যাপটপটির মূল্য ৫৯,৭০০ টাকা।

এইচপি প্রোবুক ৪৪০ জি৬/ এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৫ গ্রাফিক ভার্সন: ইন্টেল ৮ম জেনারেশন ৮২৬৫ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২৪০০ বাস স্পীডের ৪জিবি ডিডিআর৪ র‌্যাম, ডিএসসি এমএক্স১৩০ মডেলের ২ জিবি গ্রাফিক্স কার্ড, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই ল্যাপটপটি শুধুমাত্র ১৪.১ ইি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির মূল্য ৬৬,৭০০ টাকা।

এইচপি প্রোবুক ৪৪০ জি৬/ এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৭: ইন্টেল ৮ম জেনারেশন ৮৫৬৫ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২৪০০ বাস স্পীডের ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, ২ জিবি এমএক্স১৩০ মডেলের গ্রাফিক্স কার্ড, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। একই কনফিগারেশন এর প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইি এবং ১৫.৬ ইি । উল্লেখিত পৃথক দুটি সাইজেই ল্যাপটপটির মূল্য ৮১,০০০ টাকা।

এইচপি প্রোবুক ৪৪০ জি৬/ এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোর আই ৭ এসএসডি ভার্সন: ইন্টেল ৮ম জেনারেশন ৮৫৬৫ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২৪০০ বাস স্পীডের ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, ২ জিবি এমএক্স২৫০ মডেলের গ্রাফিক্স কার্ড, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। একই কনফিগারেশন এর প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইি এবং ১৫.৬ ইি । উল্লেখিত পৃথক দুটি সাইজেই ল্যাপটপটির মূল্য ৮৮,০০০ টাকা।

বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫