Follow us

উপহার পাঠানোর ই-কমার্স প্ল্যাটফর্ম ‘স্টাইজেন ডট গিফট’

 

নিজস্ব প্রতিবেদক :: আপনার একজন প্রিয় ব্যক্তির আজ জন্মদিন। কিন্তু সারাদিন অফিসের ব্যস্ততার মাঝে আপনি ভুলে গেছেন। ঠিক ঐ দিন কোন জরুরি কাজে দেশের বাহিরে অথবা শহরের বাহিরে গিয়েছেন, তাহলেও আপনি কিন্তু আপনার প্রিয় ব্যক্তির জন্মদিন উদযাপন করে তাকে চমকে দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে আপনার গিফট কেনার বা যথা সময়ে গিফট পৌঁছে দেবার জন্য রয়েছে একটি বিশেষায়িত ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন ডট গিফট।

জন্মদিন, বিবাহ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী বা যেকোনো উপলক্ষে প্রিয়জনকে গিফট পাঠানোর ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন ডট গিফট। দেশের সব চেয়ে বড় ই-কমার্স গিফট মার্কেট প্লেস স্টাইজেন যেখানে পাওয়া যাবে সকল ধরনের উপহার সামগ্রী। ফুল, কেক, গিফট কার্ড, চকলেট এর বিভিন্ন সংগ্রহের সঙ্গে রয়েছে নামকরা সব লাইফস্টাইল ব্র্যান্ড। স্টাইজেনে রয়েছে ১০০ এর অধিক মার্চেন্টের ২০ টিরও বেশি ক্যাটাগরির প্রায় ২০০০ এর অধিক পণ্যের বিশাল সমাহার। ফলে, একটি ওয়েবসাইট থেকেই মনের মত উপহার এবং কম্বো তৈরি করতে পারবেন গ্রাহক স্টাইজেন থেকেই।

শুধু জন্মদিন ই নয়, বিয়ের অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকী এমন যেকোন আয়োজনের জন্যই বিশাল গিফট এর কালেকশন রয়েছে স্টাইজেনে। স্টাইজেনের ওয়েবসাইটে হোম পেজে গেলেই পাওয়া যাবে প্রতিটি উৎসবের জন্য যেমন, জন্মদিন, ঈদ, পূজা, বিবাহ বার্ষিকী, মা-বাবা দিবস, ভালোবাসা দিবস ও বন্ধু দিবস- সকল উৎসব বিবেচনায় আলাদা আলাদা উপহার এর সংগ্রহ। তাই কারো জন্য উপহার পছন্দ করতেও বেগ পেতে হবে না গ্রাহককে।

স্টাইজেনে বিভিন্ন মার্চেন্টের প্রডাক্টের পাশাপাশি দারণ সব কাস্টমাইজড গিফট অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এই গিফটগুলো স্টাইজেনের নিজস্ব তত্বাবধানে তৈরি করা হয়। এছাড়াও অনলাইন গিফট ভাউচার পাঠানো যাবে প্রিয়জনকে যাতে করে নিজের পছন্দ মতো গিফট সংগ্রহ করে নিতে পারেন। চাইলে ভবিষ্যতের কোন বিশেষ দিন বা উৎসবের জন্যও গিফট কিনে রাখা যাবে, ঠিক যেদিন যখন যার হাতে আপনার উপহার পোঁছে যাবার দরকার তার হাতে পৌঁছে দিবে স্টাইজেন এর ডেলিভারি টীম।

জন্মদিন বা বিভিন্ন উৎসব উপলক্ষে গিফট কেনার জন্য www.stygen.gift ওয়েবসাইটে যেতে হবে, এরপর গিফটস বাই অকেশনে জন্মদিন অপশনে যেয়ে পছন্দ মতো পণ্য কিনলেই স্টাইজেন এর ডেলিভারি টিম গিফট পৌঁছে দিবে গ্রাহকের বাসায়। গ্রাহক চাইলে মনমত আবেগ জড়ানো বার্তাও পাঠিয়ে দিতে পারবেন গিফট নোট হিসেবে।

বিডি প্রেসরিলিস / ০১ অক্টোবর ২০২১ /এমএম    


LATEST POSTS
ওয়ালটনের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Posted on মে ১০th, ২০২৫

স্বদেশ বৈশাখী আবাসন মেলা শেষ হচ্ছে আজ

Posted on মে ১০th, ২০২৫

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাণ-আরএফএল

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

‘সিটি ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১৪ কোটি টাকা’

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

স্বাস্থ্য সচেতন কনজুমারদের জন্য ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫