এবারের ঈদ বাজারে হুয়াওয়ের যে কোনো স্মার্টফোন ও ট্যাব কিনে আকর্ষণীয় নানা পুরষ্কার জেতার সুযোগ রয়েছে। পুরস্কারের তালিকায় জনপ্রিয় নোভা সেভেন আই, ওয়াচ জিটি-২ই’সহ রয়েছে হুয়াওয়ে ৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা, গিফট বক্স, হুয়াওয়ে হেডফোন, টি-শার্ট, ছাতা ইত্যাদি।২১ জুলাই (মঙ্গলবার) থেকে চালু হয়ে অফারটি চলবে ৩ আগস্ট, ২০২০ পর্যন্ত।
হুয়াওয়ে অনুমোদিত নির্দিষ্ট ব্র্যান্ডশপ থেকে স্মার্টফোন ও ট্যাব কিনে এ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এজন্য প্রথমে ইংরেজিতে এইচডব্লিউ (ঐড) লিখে স্পেস রিটেইলার কোড ও আইএমইআই নাম্বার দিয়ে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে গ্রাহক পুরস্কারের নোটিফিকেশন পাবেন।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে হুয়াওয়ের এইচএমএস ফোন নোভা সেভেন আই এবং জনপ্রিয় স্মার্টওয়াচ ওয়াচ জিটি-২ই। নোভা সেভেন আই ফোনটিতে ৭ ন্যানোমিটারের কিরিন ৮১০ এআই চিপসেট ব্যবহার করা হয়েছে। ২৯,৯৯৯ টাকার ফোনটিতে আছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ৪০ ওয়াটের সুপারচার্জিং সুবিধাসহ ফোনটিতে রয়েছে ৪২০০ এমএএইচের ব্যাটারি। এছাড়া ফোনটিতে অ্যাপ গ্যালারি ও ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’ এর মাধ্যমে প্রয়োজনীয় সব অ্যাপস খুঁজে নেওয়া যাবে।
এছাড়াও বাংলাদেশের বাজারে হুয়াওয়ের বিভিন্ন মডেলের ট্যাব কিনতে পাওয়া যায়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- হুয়াওয়ে ট্যাব টি থ্রি ১০ ইঞ্চি, টি থ্রি ৭ ইঞ্চি, টি থ্রি ৮ ইঞ্চি প্রভৃতি।
বিডি প্রেসরিলিস /২৩ জুলাই ২০২০ /এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫