Follow us

ঈদে বাড়ি ফিরুন ইজিয়ারে

নিজস্ব প্রতিবেদক :: নানারকম ঝুট-ঝামেলা, গাড়ি খোঁজা কিংবা ভাড়া নিয়ে যাদের চিন্তা, তাদের জন্য ইজিয়ার দিচ্ছে সহজ সমাধান। ইজিয়ারের অ্যাপে সহজেই পাওয়া যাবে ভ্রমণের জন্য সেডান, নোয়াহ কিংবা হাইএস গাড়ি। ঢাকা থেকে দেশের যে কোনো স্থানে যেতে সেবাটি দিচ্ছে ইজিয়ার।

দেশের প্রথম আন্তঃজেলা রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ইজিয়ারে (Ezzyr) এবার ঈদে দিচ্ছে নো ওয়েটিং চার্জ, নো টোল ফি, নো হিডেন চার্জসহ ন্যায্য ভাড়ার নিশ্চয়তা। এ ছাড়াও, থাকছে ঈদে ইজিয়ার ব্যবহার করে বাড়ি ভ্রমণে আকর্ষণীয় ডিসকাউন্ট। এই অফারের আওতায় ইজিয়ার ট্রিপে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ইজিয়ার (Ezzyr) ফেসবুক ফ্যান পেজে এই ঠিকানায় facebook.com/ezzyrbd 

ইজিয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান ইমন বলেন, এই ঈদেও আমরা বাড়ি ফিরতে বিশেষ সেবা নিয়ে হাজির হয়েছি। ঈদে ইজিয়ারে বাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থানে আমরা পৌঁছে দিচ্ছি। এই সেবাটির সাথে যুক্ত হয়েছে ডিসকাউন্ট অফার। ঈদে সবাই পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠুক এটাই আমাদের চাওয়া।

এ ছাড়াও, আন্তঃজেলা রাইড শেয়ারিং সেবা দেয়ার পাশাপাশি ইজিয়ার দিচ্ছে ঢাকার ভেতরে এবং ঢাকা থেকে দেশের যে কোনো স্থানে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। ইজিয়ার অ্যাপের অ্যাম্বুলেন্স আইকনে ক্লিক করে মূহুর্তে পাওয়া যাবে জরুরি এই সেবাটি।

বিডি প্রেসরিলিস /৫ আগস্ট ২০১৯/এমএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫