Follow us

ই-কমার্স মুভারস অ‌্যাওয়ার্ড পেলো ওয়ালটন ই-প্লাজা

নিজস্ব প্রতিবেদক :: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড নিচ্ছেন ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অরনা।

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। কোভিড-১৯ মহামারি সময়ে ই-কমার্স এর মাধ্যমে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটির অনলাইন সেলস প্ল্যাটফর্ম ওয়ালটন ই-প্লাজাকে এই সম্মাননা দেয়া হয়।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক অনুষ্ঠানে ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে অ‌্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অরনা।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল, ওয়ালটনের নির্বাহী পরিচালক তানভীর রহমান ও লিয়াকত আলী প্রমুখ।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সার্বিক সুবিধার্থে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইলেকট্র্রনিক্স ও প্রযুক্তিপণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা। এরই প্রেক্ষিতে ওয়ালটনের নিজস্ব অনলাইন সেলস প্ল্যাটফর্মকে ই-কমার্স মুভারস সম্মাননায় ভূষিত করা হয়।

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবেলায় শুরু থেকেই ব্যাপক উদ্যেগ নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে ওয়ালটন। সারা দেশে স্বাস্থ্যকর্মী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণী পেশার মানুষের মাঝে পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে।

বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের করোনা মোকাবেলা ফান্ডে অনুদান দেয়ার পাশাপাশি দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও স্যানিটইজেশন কার্যক্রম চালাচ্ছে ওয়ালটন।

এছাড়াও, বাংলাদেশে নিজস্ব কারখানায় অক্সিজেন সরবরাহকারী যন্ত্র বা ভেন্টিলেটর, মেডিকার্ট রোবট, ইউভিসি ডিসইনফেক্যান্ট সিস্টেম, সেফটি গগলস, ফেস শিল্ড, হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম তৈরি ও বিতরণ করে আসছে।

বিডি প্রেসরিলিস /১২ নভেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪