নিজস্ব প্রতিবেদক :: জাপানি প্রতিষ্ঠান সনি করপোরেশন তাদের সর্বশেষ আয়ের হিসাব প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত ওই হিসাবে বলা হয়, এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।
ভারতের প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিল থেকে জুন- এই তিন মাসে ২৩০ দশমিক ৯৩ বিলিয়ন ইয়েন (২ দশমিক ১ বিলিয়ন ডলার) মুনাফা করেছে। ঠিক এক বছর আগে এই মুনাফার পরিমাণ ছিল ১৯৫ বিলিয়ন ইয়েন।
দ্বিতীয় ত্রৈমাসিকের মুনাফা সনির প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এর আগে ৮টি বিশ্লেষক প্রতিষ্ঠান পূর্বাভাস দেয়, ১৭৩ দশমিক ৬১ বিলিয়ন ইয়েন মুনাফা করবে সনি।
সনি গেমিং ব্যবসা দিয়ে টিকে থাকলেও গত কয়েক বছর ধরে ইমেজ সেন্সর বিজনেস দিয়েই বেশিরভাগ মুনাফা অর্জন করছে। বর্তমান সময়ে বড় আকারের ইমেজ সেন্সরের চাহিদা অনেক বেশি। স্মার্টফোন প্রতিষ্ঠানগুলো একের অধিক ক্যামেরা সিস্টেমে এ ধরনের সেন্সর ব্যবহার করছে। ফলে সনির ইমেজ সেন্সর ব্যবসাও নতুন গতি পেয়েছে।
বিডি প্রেস রিলিস / ০১ আগস্ট ২০১৯ /এমএম
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫