Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::   বাজারে ছাড়ার পর থেকে একের পর এক রেকর্ড করেই চলেছে ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’। এরই মধ্যে বাংলাদেশি গ্রাহকদের কাছ থেকে ফোনটিকে ঘিরে ব্যাপক সাড়া মিলেছে। ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’-এর জয়রথ যেন থামছেই না। অনলাইনের পরে এবার অফলাইনেও বাজারের ছাড়ার একদিনের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ বিক্রি হয়ে গেছে।

গত ৫ আগস্ট বুধবার বাংলাদেশের বাজারে অনলাইনে লঞ্চের মাধ্যমে বাজারে ছাড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ বিক্রি হয়ে গিয়েছিল। দারাজের অনলাইন বিক্রির ক্ষেত্রে রেকর্ডও তৈরি করেছে নতুন এ স্মার্টফোনটি। এরপর ১২ আগস্ট অফলাইনে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সারাদেশে বাজারে নিয়ে আসে হয়েছে।

গ্রামীণ ডিস্ট্রিবিউশনের এবং ইনফিনিক্স বাংলাদেশের হট ৯ প্লে সেলিব্রেটিং অনুষ্ঠানে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের জেনারেল ম্যানেজার জহুরুল হক বিপ্লব, এজিএম মো. সিরাজুল হক, ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির, ব্যান্ড ম্যানেজার সাইফ মো. ইমরান খান, রিজিওনাল সেলস ম্যানেজার হাসান মাহমুদ শাকিল ও মো. মনজুর হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

“স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। এরইমধ্যে অনলাইনে রেকর্ড সংখ্যক ফোন বিক্রির পর আমরা অফলাইনেও ফোনটি নিয়ে আসি। আর একদিনের মধ্যেই আমাদের বাজার ছাড়া নির্দিষ্ট সংখ্যক স্মার্টফোন ফোন বিক্রি হয়ে গেছে। অনলাইনের পর অফলাইনেও বাংলাদেশের বাজারে ফোন বিক্রির রেকর্ডের অংশ হতে পেরে আমরা আনন্দিত”, বলেন ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির।

ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির আরও বলেন, “গ্রাহকদের আগ্রহের কথা মাথায় রেখে সর্বাধুনিক ও শক্তিশালী সব ফিচার, স্বতন্ত্র ডিজাইনসহ দুটি সংস্করণের ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’-এর পরবর্তী স্টক শিগগিরই বাজারে পাওয়া যাবে। এছাড়া আগ্রহী ক্রেতাদের জন্য বাজারে আরো নতুন নতুন পণ্য নিয়ে আসতে যাচ্ছে ইনফিনিক্স বাংলাদেশ।”

স্মার্টফোন জগতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইনফিনিক্স সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজে নতুন সংস্করণ শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারিসহ আকর্ষনীয় ডিজাইনের ৬.৮২ ইঞ্চি এইচডি সিনেমেটিক ডিসপ্লের ইনফিনিক্স ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি দুটি সংস্করণে ছাড়া হয়।

বাংলাদেশের বাজারে ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটি মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় এবং ২ জিবি/৩২ জিবির সংস্করণটি মাত্র ৭ হাজার ৯৯০ টাকায় ভায়োলেট, ওশান ওয়েভ, কোয়েটজল সায়ান ও মিডনাইট ব্ল্যাক এ চারটি রংয়ে পাওয়া যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ১৭ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪