Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ইউরোপের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো বিশ্বব্যাপী করোনা দুর্যোগের পরিপ্রেক্ষিতে নিজস্ব গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষার আলোকে উদ্ভাবন করলো ‘হাইজিন শীল্ড’ হোম অ্যাপ্লায়েন্স সিরিজ, যাতে রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো সাতটি গৃহস্থালী পণ্য।ইউভি লাইট টেকনোলজির তাপ এবং বাষ্প ব্যবহার করে এসব অ্যাপ্লায়েন্স করোনাসহ ৯৯ শতাংশেরও বেশি ব্যাকটেরিয়া আর ভাইরাস দূর করে।

করোনা মহামারি সৃষ্ট ‘নিউ নর্মাল’ বাস্তবতার সাথে মানিয়ে নিতে বেকো হাইজিন শীল্ড সিরিজের পণ্যগুলোতে প্যাকেটজাত ও অন্যান্য খাবার, জামা কাপড় ও অন্যান্য জিনিস জীবাণুমুক্ত করার জন্য রয়েছে ইন-বিল্ট জীবাণুনাশক প্রোগ্রাম ও ফাংশনসমূহ।

বেকো হাইজিন শীল্ড পোর্টফোলিওর সাতটি পণ্য হলো-জীবাণুনাশকরণ ড্রয়ারসহ কম্বি রেফ্রিজারেটর, হাইজিন শীল্ড ওয়াশিং মেশিন, হাইজিন শীল্ড ওয়াশার ড্রাইয়ার, স্যাচুরেটেড স্টিম ও হিটসহ বিল্ট-ইন ওভেন, হাইজিন শীল্ড ডিশ ওয়াশার, ইউভি লাইট প্রযুক্তিসহ টাম্বল ড্রাইয়ার এবং ইউভি ক্লিনিং ক্যাবিনেট।

তুরস্কের আর্চেলিকের কোম্পানির মালিকানাধীন শীর্ষস্থানীয় ইউরোপিয়ান ব্র্যান্ড বেকো। আর বাংলাদেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিংহভাগ অংশীদারিত্বের মালিকানাও তুরস্কের আর্চেলিক কোম্পানির। একমাত্র সিঙ্গারই বাংলাদেশে বেকো ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী বিক্রি করছে।

হাইজিন শীল্ড উদ্ভাবন উপলক্ষে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার এম এইচ এম ফাইরুজ বলেন, ‘কোভিড-১৯ সৃষ্ট চলমান মহাদুর্যোগে এমন একটি মানবিক প্রযুক্তি উদ্ভাবনের অংশীদার হতে পেরে আর্চেলিক পরিবারের একজন সদস্য হিসেবে আমরা গর্বিত বোধ করছি। আমরা আশা করছি খুব শিগগিরই বাংলাদেশের মানুষের জন্য এই ‘হাইজিন শীল্ড’ সিরিজের পণ্যসমূহ আমরা বাজারজাত করবো।’

চলতি মাসের ৭ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুগান্তকারী এই হাইজিন শীল্ড পণ্যসামগ্রীর আনুষ্ঠানিক ঘোষণা ও পণ্য উন্মোচনের সময় উপস্থিত ছিলেন আর্চেলিকের চীফ এক্সিকিউটিভ অফিসার হাকান বুলগুরলু, প্রতিষ্ঠানটির চীফ মার্কেটিং অফিসার জেইনেপ এলিম উযুন এবং বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা।

সংবাদ সম্মেলনে আর্চেলিকের সিইও হাকান বুলগুরলু বলেন, ‘বেকোর এই উদ্ভাবন এবং নতুন সিরিজের পণ্য বাজারে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। হাইজিন শীল্ড প্রযুক্তি ব্যবহার করা নতুন এই পণ্যগুলো ভোক্তাসাধারণের বাড়িঘর জীবাণুমুক্ত ও তাদের রোগ থেকে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সহায়তা করবে।’

বিশ্বের ৩১টি দেশজুড়ে বেকোর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে এই সময় ক্রেতাদের প্রাথমিক উদ্বেগের কারণ হলো স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার বিষয়টি। মানুষের বাসায় কাপড় পরিষ্কার করার প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে, কিছু মানুষ প্রথমবারের মতো বিছানাপত্র জীবাণুমুক্ত করেছেন। ৭৫ শতাংশ মানুষ প্রায়ই ঘর পরিষ্কার করেন, ৬৪ শতাংশ মানুষ আগের চেয়ে বেশি কাপড় পরিষ্কার করেন এবং ৬৮ শতাংশ মানুষ তাদের ক্রয়কৃত পণ্যের মোড়ক পরিষ্কারের ক্ষেত্রে বেশ মনোযোগী।

বেকো ব্র্যান্ড

আর্চেলিকের আন্তর্জাতিক হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হলো বেকো। বিশ্বের ১৪০টিরও বেশি দেশে বেকোর পণ্য সামগ্রী পাওয়া যায়। বেকোর এয়ার কন্ডিশনার, প্রধান হোম অ্যাপ্লায়েন্সসহ ছোট বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্যসামগ্রী রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী তৈরির ক্ষেত্রে ইউরোপের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো এবং এটি যুক্তরাজ্যের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড। ব্র্যান্ডটি এফসি বার্সেলোনার প্রধান পার্টনার।

বিডি প্রেসরিলিস / ১৯ অক্টোবর ২০২০ /এমএম   


LATEST POSTS
প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

প্রিমিয়ার ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

Posted on এপ্রিল ১৭th, ২০২৪

ঢাকায় অনারের আরোও নতুন দুটি আউটলেট

Posted on এপ্রিল ৬th, ২০২৪

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪