নিজস্ব প্রতিবেদক :: এক্সিলেন্স বাংলাদেশের চমৎকার একটি উদ্যোগের নাম ” নিজের পড়াশোনার সেক্টরকে জানো”। এরই ধারাবাহিকতায় ২৬ শে এপ্রিল রাজধানীর আইডিবি ভবন মিলনায়তনে অনুষ্টিত হলো “আক্তার গ্রুপ প্রেজেন্টস ক্যারিয়ার ইন মার্কেটিং”।
আয়োজনটির উদ্বোধন ঘোষনা করেন আক্তার গ্রপের এজিএম (ব্রান্ড & মার্কেটিং) আশরাফুল ইনসান ইভান। এসময় তার সঙ্গে ছিলেন এক্সিলেন্স বাংলাদেশের মেন্টর হাসান আকন্দ, শোকেইস ম্যাগাজিনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈয়দ ইয়াসির আলম, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরার।
আয়োজনে বিভিন্ন সেশনে উঠে আসে ৪র্থ শিল্প বিপ্লব, ভবিষৎতের ব্রান্ড – মার্কেটিং, সেলস-মার্কেটিংয়ের সফলতার বিভিন্ন পরামর্শ আর আগামীর জবমার্কেটের চ্যালেন্জ মোকাবেলায় আমাদের করণীয়।
পুরো দিনে একে একে সেশন নেন দি ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং তাজদীন হাসান, সিম্পনীর এসিস্টেন্ট ডিরেক্টর এম এ হানিফ, রবি আজিয়াটা লিমিটেডের এন্টারপ্রাইজ ইউনিটের জিএম মনিরুল ইসলাম, ফিয়েরো এর ফাউন্ডার সৈয়দ ইয়াসির আলম, পারটেক্স স্টার গ্রুপের ড্যানিশ ফুড লিমিটেডের জিএম (ব্রান্ড) মুশাররফ হোসাইন, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ এর সিনিয়র ম্যানেজার(ব্রান্ড) এবং ক্যাটাগরি হেড সাজ্জাদ হোসাইন রনি, নগদের হেড অফ ব্রান্ড মার্কেটিং মনসুরুল আজিজ, টিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তৌফিকুর রহমান, আক্তার গ্রুপের এজিএম আশরাফুল ইনসান ইভান, এ্যাসিস্ট ম্যানেজমেন্ট কনসাল্টিং এর সিইও কায়সার হামিদ, ই-ক্যাবের ব্রান্ড & মার্কেটিং বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি সাঈদ রহমান, লিডসাসের সিইও সাদিক আল সরকার, সেলস এম্বাসেডর বাংলাদেশের কো-ফাউন্ডার আকবর হোসাইন খান
বিডি প্রেস রিলিস/ ২৭ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫